Holi 2022: 'হোলি হ্যায়', রঙের উৎসবে যে বার্তা পাঠাবেন প্রিয়জনদের
সকাল থেকে চলে রং খেলা, কোথাও জল রং দিয়ে আবার কোথাও শুকনো আবির দিয়েই রং খেলা হয় (Holi 2022)। এই বিশেষ দিনে প্রিয়জনদের কী বার্তা পাঠাবেন, দেখে নিন এক ঝলকে-
কলকাতা: সারা বছর অপেক্ষা করে থাকার পর অবশেষে এসে গিয়েছে রঙের উৎসব (Holi 2022)। সারাদেশ এই দিনটায় বন্ধু, প্রিয়জন, আত্মীয়দের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন। সকাল থেকে চলে রং খেলা, কোথাও জল রং দিয়ে আবার কোথাও শুকনো আবির দিয়েই রং খেলা হয়। এই বিশেষ দিনে প্রিয়জনদের কী বার্তা পাঠাবেন, দেখে নিন এক ঝলকে-
১. যদি রামধনুর সাতটা রঙে শুভেচ্ছা পাঠাতে পারতাম, তাহলে সবথেকে বড় রামধনুটা তোমাকে পাঠাতাম। হ্যাপি হোলি।
২. বছরের সবথেকে আনন্দের দিনটা এসে গিয়েছে। হোলির সমস্ত রঙে তোমার জীবনটা রাঙিয়ে নাও। আশা করছি খুব উপভোগ করবে এই দিনটা।
৩. রঙের উৎসবে তোমাকে পাঠাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। প্রার্থনা করি, এই বিশেষ দিনটা তোমার জীবনে হাসি, খুশি, আনন্দে ভরে উঠুক।
৪. বছরের অন্যতম সেরা উৎসবের দিন হোলি এসে গিয়েছে। খুব আনন্দ করো উপভোগ করো।
আরও পড়ুন - Holi 2022: যে বলিউড গানগুলি ছাড়া অসম্পূর্ণ রঙের উৎসব
৫. পরিবার আর বন্ধুদের ছাড়া হোলি উদযাপন অসম্পূর্ণ থেকে যায়। তুমি তোমার বিশেষ মানুষদের সঙ্গে এই বিশেষ দিন উদযাপন করো।
৬. প্রার্থনা করি তোমার সমস্ত স্বপ্ন পূর্ম হোক আর তোমার চারপাশে শুধুই আনন্দ থাকুক। হ্যাপি হোলি।
৭. আকাশে যত নক্ষত্র রয়েছে, প্রত্যেকটা নক্ষত্রের মতোই উজ্জ্বল হয়ে উঠুক তোমার জীবন। আর এই বিশ্বের সমস্ত রঙে রঙিন হয়ে উঠুক তোমার স্বপ্ন। হ্যাপি হোলি।
৮. মন ভরে এই দিনটা উপভোগ করো। কারণ, হোলি বছরে একবারই আসে।
৯. প্রার্থনা করি, তোমার জীবন আনন্দে, খুশিতে আর সাফল্যে ভরে উঠুক। হ্যাপি হোলি।
১০. বছরের সেরা দিনটা এসে গিয়েছে। হোলি খেলো। অনেক রঙিন থাকো। তোমার জীবন যেন সারাক্ষণই রঙিন থাকে এমনই। হ্যাপি হোলি।