Dol Purnima 2022: অ্যালার্জি-আশঙ্কা? দোলের আগে সহজ কয়েকটি ধাপে বাড়িতেই বানিয়ে ফেলুন রং
Natural Holi Colours at Home: বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, ত্বক বাঁচিয়ে ঘরোয়া উপায়ে কয়েকটা ধাপ এগোলেই কিন্তু মুশকিল আসান। ঘরের বানিয়ে নিতে পারবেন এমন রং, যা চামড়ায় কোনও ক্ষতি করবে না।
কলকাতা : সামনেই দোল (Holi 2022)। আট থেকে আশি উৎসবের মেজাজে মেতে ওঠার অপেক্ষায়। করোনা অতিমারীর (Corona Pandemic) ধাক্কায় গত দু'বছর চেনা উৎসবের মেজাজে মেতে ওটা যায়নি। এবারে মারণ ভাইরাসের প্রকোপ কমার জেরে সকলেই মুখিয়ে রয়েছেন উৎসবের রঙে নিজেদের মাতিয়ে নিতে। দোল ও হোলি উৎসবে মেতে ওঠার আনন্দের আভাসের সঙ্গে অবশ্য অনেকেরই মনে রয়েছে আশঙ্কার রেশও। অ্যালার্জি, চামড়ার জ্বালা সহ একাধিক কৃত্রিম রঙয়ের (Artificial Colour) জেরে তৈরি হওয়া সমস্যা নিয়ে চিন্তায় অনেকেই।
বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, ত্বক বাঁচিয়ে ঘরোয়া উপায়ে কয়েকটা ধাপ এগোলেই কিন্তু মুশকিল আসান। ঘরের বানিয়ে নিতে পারবেন এমন রং, যা চামড়ায় কোনও ক্ষতি করবে না। রান্নায় ব্যবহার করা হলুদগুঁড়ো আর বেসন দিয়ে তৈরি করে নেওয়া যায় হলুদ রং। দুই উপাদান সম-পরিমাণে নিয়ে হাতে করে ভালোভাবে মিশিয়ে নিন। ভালোভাবে মিশে গেলে ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। লাল রং তৈরি করার জন্য হলুদ গুঁড়োর মধ্যে লেবুর রস মিশিয়ে দিন। হলুদের সঙ্গে লেবুর রস মিশে লাল রং তৈরি করবে। ভালো করে শুকিয়ে গেলে সেই রং দিয়ে হোলি উদযাপন করুন।
লাল রং তৈরি করার পদ্ধতিতেই তৈরি করে ফেলুন গোলাপি রং। শুধু হলুদের মধ্যে লেবুর রস ব্যবহারের পরিমাণে নজর দিন। অল্প লেবুর রস মেশালে তা গোলাপি রং তৈরি করবে। সবুজ রং পেতে ময়দা এবং মেহেন্দি সম পরিমাণে মিশিয়ে নিন। ভুলেও এর মধ্যে খাবারে ব্যবহার করার রং মেশাবেন না। খাবারে ব্যবহার করা রং একেবারেই প্রাকৃতিক নয়। বাদামি রং পেতে প্রথমে ২০০ গ্রাম কফিগুঁড়ো জলে ভালো করে ফুটিয়ে নিন। জলের রং যখন বাদামি হয়ে যাবে, তখন নামিয়ে ঠান্ডা করুন। এবার তাতে দেড় কেজি কর্ন ফ্লাওয়ার মিশিয়ে দিন হাতের সাহায্যে। একটা দিন সময় দিন ভালো করে শুকিয়ে যেতে। শুকিয়ে গেলে তাতে অল্প পরিমাণে গোলাপ জল মিশিয়ে দিন সুগন্ধের জন্য।
আরও পড়ুন- আসছে দোল, রঙের কেমিকেলের হাত থেকে ত্বক ও চুল বাঁচাতে কী করবেন?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )