এক্সপ্লোর
Advertisement
Holi 2022 : হোলি খেলার আগে ত্বকে কখন কী মাখতে হবে, চুল বাঁচাতে কী করবেন
Pre Holi skin and hair care tips : রং খেলার জন্য যেমন ঘর-দোর সাজাচ্ছেন, বসন্তোৎসবের উপযোগী পোশাক বেছে রাখছেন, তেমনই মনে রাখতে হবে ত্বক ও চুলের যত্নের বিষয়টি
Pre Holi skin care : রাত পেরলেই হোলি। রঙে রঙে মেতে ওঠার দিন। যেদিকেই, তাকান এখন চারিদিকে হরেক রকম রং। লাল-গোলাপি-হলুদের মতো কমন রং তো আছেই, নানারকম অফবিট রঙেও ভরে উঠেছে চারিদিক। আর সকলেই তৈরি ক্যানভাস হয়ে উঠতে। তবে মাথায় রাখতে হবে, রং খেলার জন্য যেমন ঘর-দোর সাজাচ্ছেন, বসন্তোৎসবের উপযোগী পোশাক বেছে রাখছেন, তেমনই মনে রাখতে হবে ত্বক ও চুলের যত্নের বিষয়টি। আর সেটা শুরু করতে হবে আগের দিন থেকেই। আলোচনায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অভিষেক দে।
মনে রাখতে হবে -
- দোল মানেই কিন্তু বেশ গরম আবহাওয়া। তাই দোল খেলার আগে থেকে শরীর হাইড্রেট রাখতে হবে ।
- দোল খেলার পর ত্বকের সমস্যা নিয়ে অনেকেই ডাক্তারের কাছে যান। তাই ত্বকের স্বাস্থ্যের কথা ভেবে আগে থেকেই অ্যান্টি অক্সিডেন্টের জোগান দেয়, এমন ফল খান। জুস খেতে পারেন ।
হোলি খেলার আগে কী কী করবেন : - চুল বাঁচাতে খেলতে নামার আগে সম্পূর্ণ চুলে লাগাতে হবে তেল।
- হোলির রং নখ বাঁচাতে গেলে লাগিয়ে নিন নেল পলিশ ।
- হোলি খেলতে শুরু করার ১ ঘণ্টা আগে সারা মুখে ও হাতে লাগিয়ে নিন ময়শ্চরাইজার।
- যদি খোলা জায়গায় রোদের মধ্যে হোলি খেলার ব্যাপার থাকে, তাহলে সানব্লক লাগাতে পারেন।
- ত্বকের চরিত্র অনুসারে, সানস্ক্রিন বেছে নিন।
- একবার সানস্ক্রিন লাগালেই হবে না, ঘণ্টাখানেক অন্তর রি অ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিন ।
- জল রং খেললে তো সানস্ক্রিনের লেয়ার উঠে যাবে। তাই একাধিকবার লাগাতে হবে সানস্ক্রিন।
- খেয়াল রাখুন কাদের সঙ্গে খেলছেন রং। তারাও যেন ভাল মানের রং ব্যবহার করেন, সেটা খেয়াল রাখতে ভাল।
- হার্বাল আবির ও রং ব্যবহার করুন।
- চোখে রং ঢুকলে ঘষবেন না। জলের ঝাপটা দিন। কিছুক্ষণ বিরতি নিন।
- প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন স্কিন অ্যালার্জি হলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement