(Source: ECI/ABP News/ABP Majha)
India Covid: ফের ১১ হাজার ছুঁইছুঁই দেশের দৈনিক সংক্রমণ
Coronavirus Update: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭২৫ জন।
নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। সামান্য কিছুটা বাড়ল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আবার ১১ হাজার ছুঁইছুঁই ভারতের দৈনিক কোভিড গ্রাফ।
ভারতের কোভিড-গ্রাফ:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭২৫ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৬৪৯ জন।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৪৮৮ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৭৮ হাজার ৯২০।
- গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অনেকটাই বেশি।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩ হাজার ৮৪ জন।
- গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৬০%।
- গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ লক্ষ ৯২ হাজার ৮৩৭টি কোভিড পরীক্ষা হয়েছে।
- গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩ লক্ষ ৫০ হাজার ৬৬৫টি কোভিড টিকা দেওয়া হয়েছে।
- শেষ বুলেটিন অনুযায়ী দেশে এখন অ্য়াক্টিভ করোনা রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪৭ জন।
দেশের ক্রমাগত ওঠানামা করছে কোভিড সংক্রমণের গ্রাফ। কোনও দিন কমে যাচ্ছে। কোনওদিন আবার বেড়ে যাচ্ছে। ফলে একেবারেই কোভিড বিদায় নিয়েছে এমনটা নয়। সামান্য ঢিলেঢালা ভাব ফের আনতে পারে কোভিড। ফলে দ্রুত কোভিড টিকা (Covid Vaccine) নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি কোভিড-বিধি মেনে চলারও পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি মাঙ্কিপক্সের সংক্রমণের ছবিও দেখা গিয়েছে ভারতে। দিল্লিতে একাধিক সংক্রমণ ধরা পড়েছিল। এই পরিস্থিতিতে আরও সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: বারবার গর্ভপাত? কাদের ঝুঁকি বেশি? কোন বয়সে সন্তানধারণ নিরাপদ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )