Kitchen Hacks: দীর্ঘদিন ব্য়বহারে জলের বোতলে দুর্গন্ধ! উধাও হবে কী ভাবে?
Water Bottle Smell: প্লাস্টিক বা কাচের বোতল টানা কদিন ব্যবহার করলেই অনেকসময় বোতলে গন্ধ হয়।
কলকাতা: রাস্তাঘাটে বেরলে, অফিসে-কাজের জায়গায় জল নিতে গেলে ভরসা প্লাস্টিকের বা কাচের বোতল (Water Bottle)। পুনর্ব্যবহার যোগ্য এই বোতলগুলি এখন ব্যবহার করা হয় বাড়িতেও। ব্য়বহারের সুবিধার জন্য় এগুলি জনপ্রিয়। চটজলদি জল খেতে, ফলের রস খেতে বা গ্লুকোজ মেশানো জলের ক্ষেত্রেও ব্যবহারের সুবিধা রয়েছে এই ধরনের বোতল ব্যবহারে। গরম পড়ছে, ফলে এখন এর ব্যবহার আরও বাড়বে।
প্লাস্টিক বা কাচের বোতল টানা কদিন ব্যবহার করলেই অনেকসময় বোতলে গন্ধ (Odor) হয়। জল রাখার কারণেই এমন গন্ধ হতে পারে। সেটা এড়ানো যায় কীভাবে?
কদিন অন্তর অন্তর বিশেষ পদ্ধতিতে বোতল সাফ করলেই উধাও হবে এই গন্ধ। বাড়িতেই সাফ করা যাবে। কী কী ব্যবহার করা যায়?
বেকিং সোডা:
রান্নার বাসন ধোওয়ার সময় প্রায়শই ব্যবহার করা হয় সোডিয়াম বাইকার্বোনেট বা বেকিং সোডা (Baking Soda)। দাগ তোলার কাজেও বেকিং সোডা ব্যবহার করা হয়। জলের বোতলে এক চামচ বেকিং সোডা দিয়ে জলভর্তি করে ফেলুন। ভাল করে ঝাঁকিয়ে রাতভর রেখে দিন। তারপরে ধুয়ে নিলেই গন্ধ গায়েব।
ভিনিগার:
ভিনিগারের গন্ধ অত্যন্ত কড়া। যে কোনও গন্ধ তাড়াতে এই ভিনিগার খুব কার্যকরী। বিশেষ করে প্লাস্টিক বা কাচের বোতলের গন্ধ দূর করতে ভরসা করতে পারেন এর উপর। এক ছিপির মাপে ভিনিগার ঢালুন বোতলে। সামান্য জলের সঙ্গে মিশিয়ে নিন। বেশ কিছুক্ষণ টানা রেখে দিন সেই মিশ্রণ। পরে ধুয়ে নিলেই দাগ ও গন্ধ চলে যাবে।
লেবুর রস:
লেবুর রসে (Lemon Juice) অম্লত্ব রয়েছে। তার জন্যই সাফ করার জন্য ব্যবহার করা যায় লেবুর রস। এই কারণেই বিভিন্ন বাসন ধোওয়ার সাবান বা কাপড় কাচার সাবানে লেবু ব্যবহার করা হয়। বোতলের মধ্যে সামান্য লেবুর রস দিয়ে জল দিয়ে মিশিয়ে ভাল করে ঝাঁকিয়ে রেখে দিতে হবে। তারপর জল দিয়ে ভাল করে ধুয়ে নিলেই আর থাকবে না গন্ধ। লেবুর টুকরো বা কমলার খোসা ফেলে রাখলেও একই কাজ হবে।
চা পাতা:
ফোটানো চায়ের পাতা (Tea Leaves) যেমন খুব ভাল সার হতে পারে। তেমনই সাফাইয়ের কাজেও জুড়ি নেই একবার ব্যবহার হয়ে যাওয়া চা পাতার। একবার ফুটিয়ে ফেলা চা পাতা প্রাকৃতিক সাবান হিসেবে কাজ করে, দাগ দূর করতেও ব্যবহার করা যায়। জলের বোতলে টি ব্য়াগ ফেলে জল ভর্তি করে রাতভর রেখে দিন। তারপরের সকালে ভাল কের ধুয়ে নিলেই ভ্যাপসা গন্ধ গায়েব হয়ে যাবে।
সাবান ও জল:
বাকি ঘরের উপকরণ যেমন কাজে লাগবে। তেমনি সাবান ও জল দিয়েও পরিষ্কার করা যায় জলের বোতল। এতে ব্যাকটেরিয়াও নষ্ট করা যাবে। তবে ভাল করে ধুতে হবে, বোতলের মধ্যে যেন সাবানের কোনও অংশ না থেকে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
দীর্ঘদিন জলের বোতল ব্যবহার করলে একদিকে যেমন গন্ধের সমস্য়া হয়। তেমনই বিপুল সংখ্যক ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে। সেই কারণেই গন্ধ হয়। ফলে শরীর ভাল রাখার জন্য অবশ্যই নিয়মিত ঘরোয়া টোটকাতেই জলের বোতল ধুয়ে নেওয়া ভাল।
আরও পড়ুন: গরমকালে অয়েলি স্কিনে ব্রনর সমস্যা, সমাধান মিলতে পারে এইসব ঘরোয়া ফেসপ্যাকের সাহায্যে
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )