এক্সপ্লোর
Advertisement
হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমার কী গুরুত্ব, জেনে নিন
মহিলারা এদিন উপবাস করে বটবৃক্ষের নীচে বসে পূজা করেন।
কলকাতা: হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার বিরাট গুরুত্ব রয়েছে। আজ এই জ্যৈষ্ঠ পূর্ণিমা, এবার পড়েছে চন্দ্রগ্রহণের দিন। ভবিষ্য পুরাণ বলছে, এই দিন তীর্থ স্নান, দান ও ব্রতের পক্ষে বিশেষ উপযোগী।
জ্যৈষ্ঠ পূর্ণিমায় দানধ্যান ও তীর্থ স্নান করলে সব পাপ নাশ হয়, মুক্তির পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস করা হয়। মহিলারা আজ স্বামীর দীর্ঘায়ু কামনা করে ভগবান শঙ্কর ও ভগবান বিষ্ণুর পূজা করেন। বটবৃক্ষের পূজা এবং ব্রতও করেন তাঁরা। বট পূর্ণিমার ব্রত বট সাবিত্রীর ব্রতর মতই রাখতে হয়।
জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রতের শুভ মুহূর্ত
বট সাবিত্রী পূর্ণিমা শুক্রবার, ৫ জুন
পূর্ণিমা তিথি শুরু- ৫ জুন ৩.১৭.৪৭ থেকে
পূর্ণিমা তিথি সমাপ্ত- ৬ জুন, ২৪.৪৪-এ
এভাবে করুন জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত
মহিলারা এদিন উপবাস করে বটবৃক্ষের নীচে বসে পূজা করেন। পূজার জন্য একটি বাঁশের ঝুড়ির মধ্যে ৭ রকম সবজি রাখতে হয়। তা ঢেকে দিতে হয় দুটুকরো কাপড় দিয়ে। অন্য ঝুড়িতে রাখতে হয় সাবিত্রী প্রতিমা। বট বৃক্ষে জল, চাল ও কুমকুম লাগিয়ে তার পূজা করতে হয়। তারপর মহিলারা লাল সুতো দিয়ে গাছকে সাতবার প্রদক্ষিণ করে ঈশ্বরের ধ্যান করেন। তারপর সকলে সাবিত্রী কথা শোনেন ও ক্ষমতা অনুসারে দান দক্ষিণা করেন, স্বামীর দীর্ঘায়ু কামনা করেন।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement