Indian Pin Code Fact:ভারতের পিনকোড কেন সবসময় ৬ অঙ্কের ? আসল কারণটি জানেন ?
Why 6 Digits In Indian Pin Code: ভারতের পিনকোডে সবসময় ৬ অঙ্ক দেখা যায়। এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ। জানেন কী কী সেগুলি।
Why 6 Digits In Indian Pin Code: ব্যক্তিগত চিঠি এখন খুব কম লেখা হয়। যে সমস্ত কাজ চিঠি ছাড়া হয় না, একমাত্র সেখানেই চিঠি লেখেন অনেকে। কিন্তু এর বাইরেও বর্তমানে অনলাইন শপিংয়ের যুগ। আর সেখানে নিজের ঠিকানা না দিলেই নয়। সেই ঠিকানার সঙ্গেই থাকে একটি ৬ অঙ্কের পিনকোড। কখনও ভেবে দেখেছেন কেন এই পিনকোড ছয় অঙ্কের হয় ? ইচ্ছে হল বলেই নয়। আসলে কিছু কারণ রয়েছে এর পিছনে।
পিনের পুরো অর্থ
পিনের অর্থ কিন্তু পিন বা আলপিন জাতীয় কিছু নয়। ম্যাপে সাধারণত একটি পিনের ব্যবহার করা হয় কোনও স্থান চিহ্নিত করতে। কিন্তু এই পিন সেই পিন নয়। এর পুরো অর্থ হল পোস্টাল ইনডেক্স নাম্বার। ১৯৭২ সালের ১৫ অগাস্ট প্রথম পিনকোডের প্রবর্তন করা হয়। তবে সেই সময় ৬ অঙ্কের পিনকোড চালু ছিল। সেই থেকেই চলছে এই পিনকোডের ধারা।
পিনকোডের ছয়টি অঙ্কের অর্থ
পিনকোডের ছয়টি অঙ্কেরই আসলে একেকটি কারণ রয়েছে। একে একে জেনে নেওয়া যাক, এই অঙ্কগুলির আদতে কী অর্থ।
পিনকোডের প্রথম অঙ্কের অর্থ
ভারতে মোট নয়টি পিন অঞ্চল রয়েছে। অর্থাৎ এই নয়টি অঞ্চলের পিনকোড আলাদা আলাদা হয়। এর মধ্যে আটটি বিভিন্ন এলাকাকে বোঝায়। ৯ নম্বরটি সেনাদের জন্য ব্যবহৃত হয়।
উত্তর ভারতের জন্য ১,২
পশ্চিম ভারতের জন্য ৩,৪
দক্ষিণ ভারতের জন্য ৫,৬
পূর্ব ভারতের জন্য ৭, ৮ দিয়ে শুরু হয় পিনকোড।
পিনকোডের দ্বিতীয় অঙ্কের অর্থ
দ্বিতীয় অঙ্কটি রিজিয়নের সাবরিজিয়নকে বোঝায়। যেমন কলকাতা এলাকার জন্য ৭০ থাকে পিনকোডের শুরুতে। হাওড়ার জন্য ৭১। এভাবে পশ্চিমবঙ্গের একেকটি এলাকার জন্য় দ্বিতীয় অঙ্কটি একেকরকম।
পিনকোডের তৃতীয় অঙ্কের অর্থ
পিনকোডের তৃতীয় অঙ্ক একটি জেলার মধ্যে আরও নির্দিষ্ট করে একটি এলাকাকে চিহ্নিত করে। যেমন ৭০০ কলকাতার উত্তর ও উত্তর শহরতলির পিনকোড। ৭০১ কলকাতার দক্ষিণ শহরতলি এলাকার পিনকোড।
পিনকোডের বাকি অঙ্কগুলির অর্থ
পিনকোডের বাকি তিনটি অঙ্ক আরও ছোট এলাকার পোস্ট অফিস বোঝাতে ব্যবহার করা হয়। এর ফলে সব মিলিয়ে ছয়টি পিনকোড একটি স্থানের জন্য অদ্বিতীয় হয়ে যায়।
আরও পড়ুন - Firm Or Soft Pillow: শক্ত না নরম, শোওয়ার সময় কোন বালিশ বেছে নেবেন ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।