এক্সপ্লোর
Advertisement
Monsoon Diet: দোরগোড়ায় বর্ষা, পেট ভাল রাখতে নজর থাকুক খাবারে
Health Tips:
কলকাতা: বর্ষা এসে গিয়েছে। দীর্ঘদিনের প্যাচপেচে গরম থেকে অবশেষে মুক্তি। পরিবেশও ঠান্ডা হবে। কিন্তু বর্ষা মানেই গরমের (Summer) শেষ নয়। প্রাথমিক ভাবে আরাম লাগলেও টানা বর্ষায় ঠান্ডা ও গরম মিলে অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হয়। বর্ষায় পেটের নানা সমস্যা দেখা দেয়। তাই বর্ষার সময় শরীর ভাল রাখতে সবার আগে নজর রাখতে হবে খাওয়ায়।
সামান্য কিছুদিকে নজর রাখলেই বর্ষায় সহজেই রোগ থেকে বেঁচে থাকা যায়।
সেগুলি কী কী?
- অল্প করে রান্না করুন। যাতে রান্না করেই খেয়ে ফেলা যায়। ফ্রিজে (Fridge) দীর্ঘদিন ধরে রাখা খাবার না খাওয়াই ভাল।
- ফ্রিজে রাখতে গেলেও পরিষ্কার করে সময়মতো রেফ্রিজারেট করতে হবে। নয়তো আর্দ্রতার কারণে খাবার নষ্ট হতে পারে, জীবাণুও বাড়তে পারে।
- ঠিকমতো রান্না করার দিকে খেয়াল রাখতে হবে। ঠিকমতো রান্না না করা খাবারে পেটের সমস্যা হতে পারে। বিশেষ করে আমিষ খাবার দীর্ঘক্ষণ ধরে ঠিকমতো রান্না করতেই হবে।
- বর্ষার সময় রাস্তাঘাটে যে কোনও জায়গা থেকে না খাওয়াই ভাল।
- খুব বেশি মশলাদার (Spicy) খাবার এড়িয়ে চলুন। বিশেষ করে জাঙ্ক ফুড (Junk food) বা ফাস্ট ফুড খাওয়া বর্ষার সময় ভাল নয়।
- ফল (Fruit) ও সব্জি খাওয়া উপকারী। কিন্তু সেগুলোর গুণমান যাচাই করা প্রয়োজন। বর্ষায় ফল ও সব্জিতে (Vegetables) ছত্রাক বাসা বাধে। তাই খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিতে হবে। সামান্য ছত্রাক থাকলেও সেটি ফেলে দেওয়াই উচিত।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ জল (Water)। যে কোনও জায়গা থেকে জল খাবেন না। সাফসুতরো জায়গা বা ভাল প্যাকেজড ওয়াটার বটল ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভাল বাড়ি থেকে জল নিয়ে যাওয়া। বর্ষায় জল থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যায়। ফলে সাবধানতা নেওয়া প্রয়োজন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
আরও পড়ুন: আবাস যোজনায় ঘর দিতে টাকা দাবি! ফের কাঠগড়ায় তৃণমূল নেতা
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement