Fatty Liver : এই শহরের ৮৪ শতাংশ IT কর্মী এই 'নীরব মহামারী'র ঝুঁকিতে, রিসার্চ দেখিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
সামনে এনেছে এক গবেষণা, যা তথ্যপ্রযুক্তি কর্মীদের বুক ঢিপঢিপ বাড়াবে। এই সেক্টরের কর্মীদের অধিকাংশই এখন metabolic dysfunction-associated fatty liver disease (MAFLD) এ আক্রান্ত।

ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে ফ্যাটি লিভার ডিসিজ। একটা সময় পর্যন্ত ফ্যাটি লিভার মানেই ধারণা ছিল, 'ওসব মদ-টদ খেলে হয়'। না , ফ্যাটি লিভারে নিঃসাড়ে বিস্তার করছে থাবা। মদ্যপান থেকে শতহস্ত দূরে থাকা ব্যক্তিরাও এখন ফ্যাটি লিভারের কবলে। এই বিষয়ে আরও চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা । তিনি আশঙ্কাপ্রকাশ করেছেন, আইটি-সেক্টরের কর্মীদের মধ্যে হু হু করে বাড়ছে এই ব্যাধি। কেন্দ্রীয় মন্ত্রী এই অসুখকে "নীরব মহামারী" বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে এক গবেষণা, যা তথ্যপ্রযুক্তি কর্মীদের বুক ঢিপঢিপ বাড়াবে। এই সেক্টরের কর্মীদের অধিকাংশই এখন metabolic dysfunction-associated fatty liver disease (MAFLD) এ আক্রান্ত।
নেচার সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত একটি গবেষণার উল্লেখ করে ডে পি নাড্ডা বলেন, শুধু হায়দ্রাবাদেই ৮৪ শতাংশ আইটি কর্মীরই লিভারে অতিরিক্ত চর্বি জমেছে। ৭১ শতাংশ মানুষ স্থূলকায়। এক-তৃতীয়াংশেরও বেশি কর্মী বিপাক সংক্রান্ত সমস্যায় ভুগছেন। এই প্রত্যেকটি সমস্যাই সরাসরি ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাড্ডা মন্ত্রকের অধীনে National Programme for Prevention and Control of Non-Communicable Diseases (NP-NCD) র কথা উল্লেখ করেন। বলেন, এই প্রোগ্রামের অধীনে বেশকিছু গাইডলাইন রয়েছে, যা সার্বিক স্বাস্থ্যর উপর ফোকাস করেই তৈরি। সেখানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ কমানোর উপর জোর দেওয়া হয়েছে।
হায়দরাবাদের সাংসদ ওয়াইসি এবং অন্যান্যদের প্রশ্নের উত্তরে নাড্ডা বলেন, সাম্প্রতিক কালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর অনুসন্ধানে দেখা গেছে যে রাজস্থানের গ্রামীণ অঞ্চলেও ফ্যাটি লিভার রোগের প্রাদুর্ভাব ৩৭.১৯ শতাংশ, যা শহরাঞ্চলের বাইরেও এর বিস্তারকে তুলে ধরে।
- কিছু খেয়েই হজম করতে না-পারা ও হঠাৎ গা গুলিয়ে ওঠা ফ্যাটি লিভারের লক্ষণ। সারাদিন বমিভাব বা কিছু খেলেও বমি হওয়া ফ্যাটি লিভারের উপসর্গ হতে পারে।
- আচমকা পা ফুলতে শুরু করাও ফ্যাটি লিভারের ইঙ্গিত হতে পারে। ফুলে যেতে পারে পায়ের গোড়ালি, পায়ের গোছ এবং পায়ের পাতা। পায়ে জল জমতে শুরু করে ফ্যাটি লিভারের সমস্যায়।
- যদি আপনি লক্ষ্য করেন যে আপনার পেটের ডানদিকের উপরের অংশে ব্যথা হচ্ছে , তাহলে তার কারণ ফ্যাটি লিভার হতে পারে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















