Health Update: জিন লম্বা না খাটো ? তরুণ থাকার রহস্য লুকিয়ে ওতেই
Health Update aging: জিন লম্বা না খাটো ? সম্প্রতি জিনের প্রভাব সম্পর্কে অবগত করলেন চিকিৎসকরা।
কলকাতা: বয়স কেন বাড়ে ? কেনই বা সময়ের সঙ্গে সঙ্গে ত্বক বুড়ো হতে থাকে ? এই মৌলিক প্রশ্নগুলির উত্তর অনেকদিন ধরেই খোঁজ চলছিল বিজ্ঞানীমহলে। এবার তার যথাযথ উত্তর পাওয়া গেল বলেই মনে করছেন বিজ্ঞানীরা। চারটি পরিপূরক গবেষণা করার পর একটিই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন চিকিৎসকরা। তাতে দেখা গিয়েছে, জিনের আকৃতিই বয়সের জন্য দায়ী। জিনের আকৃতি ছোট হলে একরকম ঘটনা ঘটে। আবার এই সাইজ বড় হলে আরেকরকম। জিনের সাইজ বড় হলেই দ্রুত বয়স বাড়তে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
কী বলছেন গবেষকরা ?
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অফ ফেইনবার্গ স্কুল অফ মেডিসিনের অধ্যাপক তথা এই গবেষণার অন্যতম গবেষক থমাস স্টিগার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লম্বা জিনের বেশ কয়েকটি বৈশিষ্ট্য দেখা যায়। এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল এই ধরনের জিন কম সক্রিয় হয়। সক্রিয়তা কম বলেই দ্রুত বয়স বাড়ে। কী কারনে গবেষণাটি যুগান্তকারী সে কথা জানিয়েছেন গবেষক। তার কথায়, দুটি কারণে এই গবেষণা যুগান্তকারী। প্রথম কারণ, এই গবেষণার ফলে এমন একটি জিন আবিষ্কার করা হয়েছে যার আমাদের যার সঙ্গে আমাদের অধিকাং সমস্যা জড়িয়ে থাকে। এই সমস্যাগুলোই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। অর্থাৎ বয়স বাড়িয়ে দেয় একজনের। অন্যদিকে এই গবেষণায় এমন একটি পদ্ধতির খোঁজ মিলেছে, যার সাহায্যে জিনকে মপা যায়। এই পদ্ধতিতে দ্রুত বয়স সম্পর্কে পূর্বাভাস পাওয়া বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
ট্রেন্ড ইন জেনেটিকসের গবেষণায় গবেষণা পত্রে প্রকাশিত গবেষণাটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এই প্রথম কোন একটি গবেষণা শেষে সিদ্ধান্ত দিয়ে দাবি করা হয়েছে গবেষণাটি সত্যতা। চারটি আন্তর্জাতিক দল মিলে এই গবেষণাটি পরিচালনা করেন এবং সবশেষে তারা এই বিষয়ে সিদ্ধান্ত পৌঁছেছেন।
কী কী কারণে লম্বা জিন ?
মানুষের লম্বা জিনের রহস্য কী ? এই প্রশ্নের উত্তরও দিলেন চিকিৎসকরা। তার কথায়, বেশ কিছু অভ্যাস দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা লম্বা জিনের কারণ হতে পারে। এর মধ্যে অন্যতম ধূমপান মদ্যপান। এছাড়াও ইউভি রেডিয়েশন ও অতিরিক্ত অক্সিডেটিভ স্ট্রেস থেকে এই সমস্যা বাড়তে থাকে বাড়তে থাকে ।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Kalonji Oil Benefits: চুল ও ত্বকের জেল্লা বাড়ায় কালোজিরের তেল, সুরাহা আরও ৫ মুশকিলের
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )