Viral News: বিরল রোগে হাতের ওজন নয় কেজি, তবু রিল বানিয়েই ভালবাসা কুড়োচ্ছেন মালিক
Viral Malik Aftab Giant Arm: বিরল রোগে তার হাতের ওজন নয় কেজি হয়ে গিয়েছে। তার পরও রিল বানিয়েই ভালবাসা কুড়োচ্ছেন মালিক আফতাব।
কলকাতা: সিনেমার ডায়লগ ছিল ‘ঢাই কিলো কা হাত’। কিন্তু সেই সংলাপকে হার মানাবে মালিক আফতাবের হাত। কারণ তার বাম হাতের ওজন নয় কিলো। ডান হাতের ওজন অবশ্য সাধারণ আ্য পাঁচটা হাতের মতোই। তবে নয় কিলোর হাত এবার তাকে খ্যাতি এনে দিল। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এ একটি প্রতিবদেন প্রকাশিত হয়। সেখানে মালিক আফতাবের হাত নিয়ে খবর হয়েছে। আফতাবের হাতের ওজন এমনি এমনি নয় কেজি। বরং সে ছোট থেকে একটি বিরল রোগের শিকার। যার এখনও কোনও নাম দিতে পারেননি বিজ্ঞানীরা।
প্রোটিয়াস সিন্ড্রোম ?
বিজ্ঞানীদের কথায়, বিশালাকার হাতের এই সমস্যা প্রোটিয়াস সিন্ড্রোমে দেখা যায়। তবে মালিকের সমস্যাকে প্রোটিয়াস সিন্ড্রোম বলা যাবে কি না তা নিয়ে ধন্দ রয়েছে। তবে নিঃসন্দেহে মালিক আফতাবের (Malik Aftab) এই সমস্যা ভাবিয়েছে বিজ্ঞানীদের। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আফতাবের নাম বেশ কয়েকটি গবেষণাপত্র উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। ২০০টি গবেষণাপত্রের মেডিকাল লিটারেচারে নাম রয়েছে উত্তরপ্রদেশের গাজীপুরের ২৬ বছর বয়সি এই যুবকের (Malik aftab hand)।
ছোট থেকেই এমন
ছোট বয়স থেকেই হাতের অবস্থা এমন বলে জানান আফতাব (Malik aftab ghazipur)। সংবাদমাধ্যমকে তিনি জানান, বারবার এর জন্য বাবার সঙ্গে চিকিৎসকের কাছে যান তিনি। কিন্তু সুরাহা হয়নি। এই নিয়ে পরে আর ভাবেননি আফতাব। বরং একেই নিজের প্লাস পয়েন্ট হিসেবে মেনে নিয়েছেন তিনি। এই হাতেই তাকে ঘন ঘন রিল করতে দেখা যায়।
রিল করেই জনপ্রিয় আফতাব
বর্তমানে রিল করেই জনপ্রিয় হয়ে উঠেছে আফতাব। ইনস্টাগ্রামে তার দুই লাখ ফলোয়ারস। তবে এই হাতের জন্য কি কখনও সমস্যায় পড়তে হয়েছে ? আফতাবের কথায়, অনেকেই তাঁকে ভয় পান। কারণ তার ‘ঢাই কিলো কা’ নয়, একেবারে নয় কেজি। ফলে স্বাভাবিকভাবে তাকে দেখে অনেকে ভয় পেয়ে যান বলেই জানাচ্ছেন আফতাব। কেউ কেউ তাঁকে দেখে সম্পূর্ণ না দেখার ভান করেন। তাঁর পাশ কাটিয়ে চলে যান। আবার কেউ কেউ আফতাবের পাশে থাকেন। তাকে ভালবাসেন। অনুরাগীদেরও এইভাবে পেয়েছেন বলে মত মালিক আফতাব। বর্তমানে তার হাতের চিকিৎসার জন্য যথেষ্ট অর্থ নেই মালিকের কাছে। তবে হাত নিয়ে খুব চিন্তিতও নন তিনি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )