Mumps Outbreak In Delhi: দিল্লিসহ গোটা দেশে মাম্পস-আতঙ্ক, সংক্রমণ এড়াতে কী করবেন ?
Mumps Outbreak In Delhi Signs And Prevention: দিল্লিসহ গোটা দেশেই মাম্পস ভাইরাসে আক্রান্তের হার বাড়ছে। এই অবস্থায় কী করলে সংক্রমণ সহজেই এড়ানো সম্ভব।
![Mumps Outbreak In Delhi: দিল্লিসহ গোটা দেশে মাম্পস-আতঙ্ক, সংক্রমণ এড়াতে কী করবেন ? Mumps Outbreak In Delhi And Other States In India Know Signs And Prevention Tips In Bengali Mumps Outbreak In Delhi: দিল্লিসহ গোটা দেশে মাম্পস-আতঙ্ক, সংক্রমণ এড়াতে কী করবেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/828d4f144974fe239461825c6a7d410c1714645970999928_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Mumps Outbreak In Delhi: গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে মাম্পস ভাইরাসের সংক্রমণ। দিল্লির পরিস্থিতি বেশ আশঙ্কাজনক। তবে দিল্লি ছাড়াও ভারতের অন্যান্য় রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা,তামিলনাডু, রাজস্থানেও মাম্পস ছড়িয়েছে। শুধু ছোটদের নয়, এই ভাইরাসের নিশানা হতে পারেন বড়রাও। তাই মাম্পসের খুঁটিনাটি ব্যাপারে জেনে রাখাই ভাল। কী এই ভাইরাস, কেনই বা এটি বিপজ্জনক, কেনই বা এর থেকে সাবধানে থাকা জরুরি। জেনে নিন বিশদে।
মাম্পস ভাইরাস আদতে কী ?
মাম্পস তীব্র সংক্রমণ ছড়াতে সক্ষম একটি ভাইরাস। এই ভাইরাস নানা বয়সের মানুষকেই আক্রমণ করে। শিশু থেকে বয়স্ক যে কেউ এই সংক্রমণের শিকার হতে পারেন। বর্তমানে ভারতে মাম্পস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। যা রীতিমতো উদ্বেগের পরিস্থিতি তৈরি করেছে। দিল্লির অবস্থা এর মধ্যে বেশি সংকটজনক বলে মনে করা হচ্ছে।
মাম্পস শরীরের কোন অঙ্গে হয় ?
মাম্পস মূলত লালা গ্রন্থিকে আক্রমণ করে। এছাড়াও, এটি কানের নিচে থাকা প্যারোটিড গ্রন্থিগুলিকেও আক্রমণ করে।
মাম্পস ভাইরাস কীভাবে ছড়ায় ?
- মাম্পস ভাইরাস হাঁচি, কাশির মাধ্য়মে ছড়ায়।
- একজন ব্যক্তি এই ভাইরাসে সংক্রমিত হলে তার থেকে অন্যদের হতে পারে।
- মাম্পস ভাইরাস জড় পদার্থের সারফেসে বেশ কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে।
- শুক্রাশয় ও ডিম্বাশয়ে প্রদাহ সৃষ্টি করে মাম্পস।
- এছাড়া মস্তিষ্কের বাইরের আবরণ মেনিনজেসে প্রদাহ সৃষ্টি করে। যাকে মেনিনজাইটিস বলা হয়।
- বধিরত্বের কারণ হতে পারে মাম্পস সংক্রমণ।
মাম্পস ভাইরাসের খুঁটিনাটি
- সাধারণত এই ভাইরাসটি শরীরে প্রবেশ করার ১৬-১৭ দিনের মাথায় লক্ষণ দেখা দিতে শুরু করে।
- এই ভাইরাসের ইনবকিউবেশন পিরিয়ড ১০ থেকে ২৫ দিন পর্যন্ত হতে পারে।
মাম্পস রোগের লক্ষণ
- বেশ কিছু ক্ষেত্রে এই রোগের কোনও লক্ষণ দেখা দেয় না।
- তবে সামান্য কিছু লক্ষণের মধ্যে মাথা ব্যথা, জ্বর, ক্লান্তি, খিদে কমে যাওয়ার লক্ষণ দেখা দেয়।
- এছাড়াও, চোয়ালের নিচ ফুলে যায়। মুখ ফুলে যেতে পারে।
মাম্পস প্রতিরোধের উপায়
- আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রেখে রোগটির প্রতিরোধ করা যেতে পারে।
- অন্যদিকে সঠিক সময়ে টিকা নিলে এর থেকে মুক্তি মেলে।
- হাত ধোয়ার অভ্য়াস করতে হবে।
- এই সময় মুখে মাস্ক পরা ভাল।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Imposter Syndrome: সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে ভয় হয় ? কীসের লক্ষণ এটি ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)