National Parents Day: ন্যাশনাল পেরেন্টস ডে-তে কীভাবে উইশ করবেন বাবা-মাকে ? জেনে নিন
যদিও বাবা-মায়ের জন্য কোনও একটা দিন ধার্য হতে পারে না। তবু সন্তানদের জন্য তাঁদের সমস্ত আত্মত্যাগ ন্যাশনাল পেরেন্টস ডে বা জাতীয় মা-বাবা দিবসে আজকের দিনটা আমরা তাঁদেরকে উৎসর্গ করতেই পারি।
কলকাতা : জুলাইয়ের চতুর্থ সপ্তাহে ন্যাশনাল পেরেন্টস ডে পালন করা হয়। চলতি বছরে আজ এই দিনটা দেশজুড়ে পালন করা হচ্ছে। সন্তানের জীবনে মা বাবা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তা বলাই বাহুল্য। তাঁরা আমাদের জীবনে সঠিক রাস্তা দেখানোর পাশাপাশি তাঁদের উপস্থিতিও আমাদের জন্য খুবই জরুরি।
যদিও বাবা-মায়ের জন্য কোনও একটা দিন ধার্য হতে পারে না। তবু সন্তানদের জন্য তাঁদের সমস্ত আত্মত্যাগের সম্মানে ন্যাশনাল পেরেন্টস ডে-তে আজকের দিনটা আমরা তাঁদেরকে উৎসর্গ করতেই পারি। সম্প্রতি এই করোনা পরিস্থিতির মধ্যেও বাবা-মা-রা তাঁদের সন্তানদের গায়ে যাতে এতটুকুও আঁচ না লাগে, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সমস্ত বিপদ থেকে বাবা-মা আমাদের জীবন দিয়ে রক্ষা করেন। আজকের দিনটায় কীভাবে আমরা আমাদের বাবা-মাকে উইশ করতে পারি, দেওয়া রইল তার কিছু নমুনা।
ন্যাশনাল পেরেন্ট ডে-র বিখ্যাত কিছু উক্তি-
১. জোডি ফোস্টার বলেছেন- ভালোবাসা ও সম্মান পেরেন্টিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদিও প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই জরুরি ভালোবাসা এবং সম্মান।
২. হেনরি ওয়ার্ড বিচার বলেছেন - বাবা-মায়ের ভালোবাসার থেকে বেশি গুরুত্ব কোনও সম্পর্ক বা কোনও ভালোবাসায় থাকতে পারে না।
৩. রবার্ট ব্রল্ট বলেছেন - বাবা-মায়ের ভালোবাসা কোনও কিছুকেও দ্বিধা বিভক্ত করতে পারে না।
৪. হেনরি ওয়ার্ড বিচার বলেছেন - যতক্ষণ না নিজেরা বাবা-মা হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা বাবা-মায়ের ভালোবাসা কী হয়, তা বুঝতে পারব না।
৫. অ্যানি ফ্র্যাঙ্ক বলেছেন - বাবা-মা সবসময় তাঁদের সন্তানকে সঠিক রাস্তা দেখান এবং সঠিক পথে চলার পরামর্শ দেন। কিন্তু কারও চরিত্র কেমন হবে, তা নির্ভর করছে একেবারেই নিজেদের উপর।
৬. প্লেটো বলেছেন - বাবা-মাকে কোনও ধনসম্পদ দেওয়ার প্রয়োজন নেই। তাঁদেরকে ভালোবাসা এবং সম্মান দিন।
ন্যাশনাল পেরেন্ট ডে-তে এভাবে উইশ করুন আপনার বাবা- মাকে-
১. তুমি সবসময়ই আমার অনুপ্রেরণা হয়ে রয়েছো এবং পরবর্তীকালেও থাকবে। আমি তোমায় ভালোবাসি।
২. আমি তোমার বা তোমাদের কাছ থেকে ঠিক কতটা আশীর্বাদ পেয়েছি, তা কখনওই বিচার করব না। যদি তোমরা কেমন বাবা-মা তা বলার প্রসঙ্গ আসে, তাহলে বলতে পারি, তোমরাই সেরা বাবা-মা।
৩. মা এবং বাবা, আমার জীবনের প্রতিটা পদক্ষেপে তোমরা খুবই গুরুত্বপূর্ণ। আমি ঠিক তোমাদের কতটা ভালোবাসি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। তাই আজকের দিনটা তোমাদের উৎসর্গ করে শুধু বলতে চাই, আমি তোমাদের খুবই ভালোবাসি।
৪. আমার সৌভাগ্য যে আমি এত সুন্দর একটা পরিবারে জন্ম নিয়েছি আর তোমাদের মতো বাবা-মাকে আমার জীবনে পেয়েছি।
৫. জীবনের সবথেকে বড় আশীর্বাদই হল বাবা এবং মা। আমি সৌভাগ্যবান যে তোমাদের আমার জীবনে পেয়েছি।