Health News: অগ্নিদগ্ধদের জন্য বড় সুরাহা, দেশে তৈরি হল আরেকটি স্কিন ব্যাঙ্ক
New Skin Bank In Gujarat: অগ্নিদগ্ধদের জন্য বড় সুরাহা হল এবারে। দেশে বাড়ল স্কিন ব্যাঙ্কের সংখ্যা
কলকাতা: অগ্নিদগ্ধদের জন্য ত্বকের চাহিদা প্রায়ই থাকে। এছাড়াও, বিভিন্ন রোগের চিকিৎসায় অতিরিক্ত ত্বকের প্রয়োজন পড়ে। এই ত্বকের জোগান আসে বিভিন্ন স্কিন ব্যাঙ্ক থেকে। স্কিন ব্যাঙ্কে ইচ্ছুক ব্যক্তি তাঁর মৃত্যুর পর ত্বক দান করতে পারে। সেখান থেকেই প্রয়োজনীয় রোগীরা তাদের চিকিৎসার জন্য সাহায্য পান। এবার দেশে উদ্বোধন এমনই একটি স্কিন ব্যাঙ্কের।
নয়া স্কিন ব্যাঙ্কের উদ্বোধন
গুজরাটে আমেদাবাদ সিভিল হাসপাতালে তৈরি হল স্কিন ব্যাঙ্ক। স্কিন ব্যাঙ্কটির উদ্বোধন করেন গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল। উদ্বোধনের পর তিনি বলেন, এই কাজটিতে সরকারের সঙ্গে এই কাজে হাত মেলাল স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজ। ২০৪৭ সালের শেষে উন্নত গুজরাট উন্নত ভারতকে পথ দেখাবে। এই আশাই কিছুটা বাস্তবায়িত করল স্কিন ব্যাঙ্ক। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল।
সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত প্রচেষ্টা
অন্য এক আধিকারিকের কথায়, এই প্রকল্পের ফলে স্বাস্থ্যক্ষেত্রের অনেকটা উন্নতি হল বলেই মনে করা হচ্ছে। রোগীদের আরও ভাল করে চিকিৎসা দেওয়া যাবে বলে জানান ওই উচ্চপদস্থ আধিকারিক। প্রসঙ্গত, স্কিন ব্যাঙ্ক তৈরি করার এই প্রচেষ্টা আদতে একটি যৌথ প্রচেষ্টা। আমেদাবাদের সিভিল হাসপাতালে পরিষেবাটি গড়ে তুলতে সরকারের সঙ্গে হাত মিলিয়েছে কাঁকাড়িয়ার রোটারি ক্লাব। বিভিন্ন দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য এই স্কিন ব্যাঙ্কের ত্বক ব্যবহার করা হবে। এতে অগ্নিদগ্ধ ও প্লাস্টিক সার্জারির রোগীদের জন্য আরও সুবিধা হবে বলেই মনে করা হয়েছে।
উদ্বোধনের পর্যায়ে রোগীদের জন্য মোট ১২৮টি স্লাইস জিই সিটি মেশিন কেনা হয়েছে। যার দাম সব মিলিয়ে ৬.২৫ কোটি। এই সুবিধার ফলে সিটি স্ক্যান জরুরি এমন রোগীদেরও বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত চিকিৎসার জন্য দ্রুত স্ক্যানের সুবিধা পাওয়া যাবে এখানে।
বর্তমানে দেশে কতগুলি স্কিন ব্য়াঙ্ক ?
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সব মিলিয়ে ১৬টি স্কিন ব্যাঙ্ক। গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, উত্তর ভারতে প্রথম স্কিন ব্য়াঙ্ক তৈরি হয় দিল্লির সফদরজং হাসপাতালে। এছাড়াও, মহারাষ্ট্রে সাতটি, চেন্নাইয়ে চারটি, কর্ণাটকে তিনটি স্কিন ব্যাঙ্ক রয়েছে। এর বাইরে মধ্য়প্রদেশে একটি ও ওড়িশাতে একটি স্কিন ব্যাঙ্ক রয়েছে। গুজরাটের এই স্কিন ব্যাঙ্ক সেই তালিকায় নবতম সংযোজন।
আরও পড়ুন - Health News: দুর্ঘটনায় বাদ যায় দুই হাত, অঙ্গদান ও চিকিৎসকদের হাতযশ ফিরিয়ে দিল দুই হাত
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )