Obesity Related Health Problems: আপনি কি ওবিসিটির শিকার ? এই সমস্যা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক, শরীরে বাসা বাঁধতে পারে ১৬ ধরনের রোগ
Health Problems: ওবিসিটি বা স্থূলতার কারণে কী কী রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে? অতিরিক্ত মোটা হয়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা বিপজ্জনক?

Obesity Related Health Problems: ওবিসিটি শিকার আপনি? কিছুতেই কমছে না স্থূলতা? এই অতিরিক্ত স্থূলতার কারণেই বেশ কয়েকটি রোগের শিকার হতে পারেন আপনি। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, অত্যধিক স্থূলতা ১৬টি রোগের কারণ হতে পারে। এগুলি সবই পরিচিত রোগ। এই তালিকায় ঘুমের সময় শ্বাস নেওয়ার সমস্যা বা স্লিপ অ্যাপনিয়া, টাইপ ২ ডায়াবেটিস, ফ্যাটি লিভার - এইসব রোগ রয়েছে। যখন কোনও ব্যক্তির বিএমআই বা বডি মাস ইনডেক্স ৪০ বা তার বেশি হয়, কিংবা৩৩৫- এর বেশি হলেও, স্থূলতার সংক্রান্ত রোগ থাকে, তখন তাকে সিভিয়ার ওবিসিটি বা টাইপ ৩ ওবিসিটি বলে। স্বাস্থ্যের পক্ষে এই পরিস্থিতি সাংঘাতিক বিপজ্জনক।
স্থূলতা বা ওবিসিটি, একাধিক ভাবে আমাদের শরীর-স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। অনেক রোগের কারণ হতে পারে এই ওবিসিটি বা সিভিয়ার ওবিসিটি। এর আগে অবশ্য গবেষণায় অন্যান্য অসুখগুলিকে আলাদা ভাবে দেখার ফলে, স্থূলতাই যে এসবের অন্যতম কারণ তা বোঝা যায়নি। তেমনই স্থূলতা ঠিক কী কী রোগের কারণ হতে পারে সেটাও স্পষ্ট হয়নি। তবে আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আমেরিকার ২.৭ লক্ষেরও বেশি মানুষের ডেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে। আর সেখান থেকেই দেখা গিয়েছে, মানুষের মধ্যে ওবিসিটি বা স্থূলতার পরিমাণ যত বেড়েছে, তার সঙ্গে সঙ্গে ১৬ ধরনের রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। স্থূলতার বিভিন্ন পর্যায় রয়েছে। এই পর্যায় যত বাড়ে, বিভিন্ন রোগের থেকে বিপদ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
স্থূলতা বা ওবিসিটির কারণে যে ১৬ ধরনের রোগ হয় সেই তালিকায় রয়েছে, উচ্চ রক্তচাপের সমস্যা, টাইপ ২ ডায়াবেটিস, হার্ট ফেলিওর, অনিয়মিত হৃদস্পন্দন, কিডনির ক্রনিক সমস্যা, শিরায় রক্ত জমাট বাঁধা, গেঁটেবাত, ফ্যাটি লিভার, পিত্তনালীতে থলি, স্লিপ অ্যাপনিয়া, হাঁপানি, অ্যাসিডিটি, বুকজ্বালা, অস্টিওআর্থ্রারাইটিস, হাড় এবং জয়েন্টে ব্যথা - এইসব রোগ। এই সমস্ত রোগের মধ্যে স্লিপ অ্যাপনিয়া, টাইপ ২ ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের সঙ্গে স্থূলতা বা ওবিসিটির সংযোগ সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে, গবেষণার মধ্যে।
সারা বিশ্ব জুড়েই স্থূলতা বা ওবিসিটির সমস্যা ক্রমশ বাড়ছে। এই সমস্যার সঠিক সময়ে চিকিৎসা হওয়া জরুরি। নাহলে বাড়বে অনেক সমস্যা। ওবিসিটির কারণে শরীরে বাসা বাঁধবে রোগ। তাই সময় থাকতেই সতর্ক থাকা জরুরি। নাহলে ক্রমশ বাড়বে বিপদ। অতএব যাঁদের স্থূলতার সমস্যা রয়েছে তাঁরা ওবিসিটিকে অবহেলা করবেন না। অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তথ্যসূত্র - আইএএনএস
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















