এক্সপ্লোর
Advertisement
Puja Beauty Regime : রাতভর ঠাকুর দেখে ক্লান্ত ? ফ্রেশনেস ধরে রাখার সহজ কিছু টিপস জেনে নিন
প্যাচপ্যাচে গরম। সেই সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। এরই মধ্যে সারাদিক ঝকঝকে তকতকে থাকার চ্যালেঞ্জ।
রাতভর প্যান্ডাল হপিংয়ে ক্লান্ত ? আবার দুপুরে বেরোতে হবে ? তাবলে ক্লান্তির ছাপ যেন মুখে না পড়ে। দিনভর ফ্রেশনেস ধরে রাখতে রইল সহজ কিছু টিপস।
- ওয়াটারপ্রুফ মেক আপ ব্যবহার করুন ( WATERPROOF makeup)
প্যাচপ্যাচে গরম। সেই সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। এরই মধ্যে সারাদিক ঝকঝকে তকতকে থাকার চ্যালেঞ্জ। তাই ভরসা রাখুন ওয়াটার প্রুফ মেক আপে। সহজে গলে পড়বে না। ঘেমে নেয়ে একসা হওয়ার প্রবণতাও কমবে।
- গোলাপ জল ব্যবহার করুন ফ্রেশ থাকতে (Rosewater Toner)
ত্বকে গ্লো আনতে গোলাপ জলের জুড়ি নেই। ব্যবহার করতেই পারেন Rosewater Toner । চোখের ফোলাভাব ও ডার্ক সার্কল কমাতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। কটন বলে রোজ ওয়াটার দিয়ে চোখের উপর রাখুন। ফোলা ভাব কমবে। ফ্রেশও লাগবে।
- থ্রেডিং ও ওয়্যাক্সিং ( waxing )
পুজো মানেই শাড়ি, ব্লাউজ বা ঘাঘরা চোলিতে সকলের নজর কেড়ে নেওয়া। এর মাঝে নিজেকে আকর্ষণীয় রাখতে অবশ্যই মনে করে করে ফেলুন খোলা জায়গার ত্বকের ওয়্যাক্সিং। ফ্রেশ লাগবে। - রোজ শ্যাম্পু আর কন্ডিশনিং মাস্ট
রোজ যেমন আমরা সাবান মেখে স্নান করি, তেমনই প্রতিদিন হেয়ার কেয়ার রেজিম মেনে চলতে হবে। শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে হবে। তারপর কন্ডিশনিং করতে হবে। ব্যাগে রাখুন পছন্দের হেয়ার সিরাম। চুল উসকোখুশকো লাগলেই আঁচড়ে নিতে হবে। - স্ক্রাবিং ( Scrub)
একবার বাইরে থেকে ঘুরে এসে স্কিন স্ক্রাব করা মাস্ট। নইলে দূষণ থেকে ধুলোকণা - সবই রোমকূপে বাসা বাঁধবে ও পিম্পল দেখা দেবে। মুখের জন্য মিহি দানার স্ক্রাব ব্যবহার করুন।
- ত্বকে তেল জমতে দেবেন না
অনেকক্ষণ ধরে ঠাকুর দেখলে মুখে ঘাম ও তেল জমতে পারে। এরফলে অ্যাকনে ও দাগছোপ আসতে পারে। প্রয়োজনে কোনও পিল এফ মাস্ক ব্যবহার করতে পারেন। এছাড়া মূলতানি মাটির ঘরোয়া মাস্কও উপকারী।
- ত্বকে ক্লান্তির ছাপ আসতে দেবেন না
অনেকক্ষণ ধরে ঠাকুর দেখার ফলে মুখে চোখে ক্লান্তির ছাপ আসতে বাধ্য। স্কিনে স্ট্রেসের ছাপ কমাতে আইস ম্যাসাজ করতে পারেন। সকাল সকাল গ্রিন টি খেতে পারেন। রাত জেগে ঠাকুর দেখলে দুপুরে পাওয়ার ন্যাপ নেওয়া মাস্ট। বেশি্ করে জল খান। ঠান্ডা জলে মুখ ধুয়ে শশার কুচি দিয়ে চোখ চাপা দিয়ে বিশ্রাম নিন। ফ্রিজে রাখা ঠান্ডা দুধেও মুখ ধুয়ে নিতে পারেন।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement