Raw Tomatoes Benefits: কাঁচা টোম্যাটো খেলে কী কী উপকার? ত্বকের যত্নেও কি ব্যবহার করা যায়?
Raw Tomatoes: কাঁচা টোম্যাটোর রস কিংবা খোসা ত্বকের সেই সব অংশে ঘষে ব্যবহার করুন, যেখানে কালচে দাগছোপ রয়েছে। অর্থাৎ ত্বকের কালচে ভাব, ট্যান দূর করতে দুর্দান্ত ভাবে কাজে লাগে এইসব উপকরণ।

Raw Tomatoes Benefits: রান্নায় অনেক বাড়িতেই টোম্যাটো ব্যবহার করা হয়। তবে এর তুলনায় কাঁচা টোম্যাটো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। স্যালাডে কাঁচা টোম্যাটো খেতে পারেন। তার আগে অতি অবশ্যই ভাল করে টোম্যাটো ধুয়ে নিতে হবে। যাতে পেটের সমস্যা না হয়। আর খুব বেশি পরিমাণে কিংবা রোজ খেতে যাবেন না। তাহলে পেটের সমস্যা বাড়তে পারে।
কাঁচা টোম্যাটো খাওয়া শরীর-স্বাস্থ্যের পক্ষে কেন ভাল, জেনে নিন
- রান্না করা টোম্যাটোর পরিবর্তে কাঁচা টোম্যাটো খাওয়া বেশি উপকারী। শরীর হাইড্রেটেড রাখতে সাহায্যে করে টোম্যাটো। স্যালাডে কাঁচা টোম্যাটো খেতে পারেন। টোম্যাটোর রস করেও খেতে পারেন। উপকার পাবেন অনেক।
- কাঁচা টোম্যাটো খেলে শরীরে ভিটামিন সি- এর অভাব হবে না। কারণ টোম্যাটোর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে। অনেক ক্রনিক রোগ কমাতে সাহায্য করে টোম্যাটোর মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। কাঁচা টোম্যাটো অত্যন্ত পুষ্টিকর খাবার।
- কাঁচা টোম্যাটো খাওয়া চোখের স্বাস্থ্যের পক্ষেও ভাল। দৃষ্টিশক্তি প্রখর হয়। ওজন কমাতেও সাহায্য করে কাঁচা টোম্যাটো খাওয়ার অভ্যাস। কাঁচা টোম্যাটো খেলে শরীরে ইমফ্লেমেশনের সমস্যা কমে। এর মধ্যে লাইকোপেন নামক অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।
- ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্যেও কাঁচা টোম্যাটো খাওয়া ভাল। ত্বক এবং চুলের জেল্লা বাড়ায় কাঁচা টোম্যাটো খাওয়ার অভ্যাস। কাঁচা টোম্যাটো খেলে আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমে। তার ফলে ভাল থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্য।
- টোম্যাটোয় থাকা লাইকোপেনই খেয়াল রাখে আমাদের হার্ট এবং চোখের। কমায় ইনফ্লেমেশনের সমস্যা এবং ক্রনিক রোগও। ভিটামিন সি ও এ, ফাইবার, পটাশিয়াম রয়েছে টোম্যাটোতে। এটি খেলে ইমিউনিটি বাড়ে। কমে ব্লাড প্রেশার। ভাল হয় হজমশক্তি।
কাঁচা টোম্যাটো দিয়ে খুব ভালভাবে ত্বকের পরিচর্যা করা সম্ভব
কাঁচা টোম্যাটোর রস কিংবা খোসা ত্বকের সেই সব অংশে ঘষে ব্যবহার করুন, যেখানে কালচে দাগছোপ রয়েছে। অর্থাৎ ত্বকের কালচে ভাব, ট্যান দূর করতে দুর্দান্ত ভাবে কাজে লাগে এইসব উপকরণ। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ত্বকের আর্দ্র ভাব বজায় রাখতেও সাহায্য করে টোম্যাটো। তাই টোম্যাটোর সাহায্যে আপনি ত্বক পরিষ্কার রাখতে পারেন। বাড়িতে ফেসপ্যাক বা ফেস স্ক্রাব তৈরি করলে তার মধ্যে মিশিয়ে নিতে পারেন টোম্যাটোর রস কিংবা শাঁস।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।






















