Rupa Yadav: সিরিয়ালের গল্প নয়, বাস্তব ঘটনা ! ৮ বছর বয়সে বিয়ে, ২ শিশু ও সংসার সামলে রূপা আজ ডাক্তার, লক্ষ্য একটাই
Rupa Yadav Success Story: শুনলে মনে হবে, কোনও মেগার গল্প। কিন্তু আদতে এই বাস্তব ঘটনাটি রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রূপার কাহিনী।
Rupa Yadav: মাত্র আট বছর বয়সে বিয়ে হয়ে যায়। যেই বয়সে খুদেরা শুধু স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্ন বাস্তবায়িত করার পুরো যাত্রাপথটার সঙ্গে পরিচিত থাকে না। রাজস্থানের প্রত্যন্ত গ্রামের মেয়ে ছিল রূপা। আট বছর বয়সে বিয়ে হলে অনেকেরই খেলনাবাড়ির সংসার ভেঙে যায়। ভেঙে যায় স্বপ্ন। কিন্তু রূপার ক্ষেত্রে তা হয়নি। বরং যা হয়েছে, তা শুনলে অনেকেই আশ্চর্য হবেন, স্বীকার করতে বাধ্য হবেন— এভাবেও ফিরে আসা যায়! জীবনের লক্ষ্যে বিয়ের পরেও ফিরে এসেছিলেন রূপা যাদব। ফিরে এসেছিলেন নিজের চিকিৎসক হওয়ার লক্ষ্যে। কোলে দুটো বাচ্চা, দুই হাতে দশ হাতের কাজ সামলানো, খেত থেকে সংসার সবকিছুর দেখভাল করেও তাঁর পা দুটির লক্ষ্য ছিল অবিচল। অবশেষে চিকিৎসক রূপা। রাজস্থানে তাঁর সেই প্রত্যন্ত গ্রামের প্রধান ভরসা - বিপদে আপদে।
দুই সন্তানের মা
শুধু যে আট বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল, তা নয়। এর পর তিনি গর্ভবতী হন। দুই মায়ের সন্তান হন। শ্বশুরের সংসার ঠিল খেতমজুরির সংসার। ফলে তাঁকেও সেই কাজে যোগ দিতে হয়, সংসারের উপকারের স্বার্থে। পরিবারের মহিলা সদস্যদের কাজ তো আর এটুকুতেই ফুরিয়ে যায় না। বাইরের কাজ সেরেও থাকে ঘরের নানা কাজ। রান্নাবাড়ি, জল তোলা, ঘর মোছা, কাপড় কাচার মতো নানা কাজ করতে করতেই দিন গড়াত সন্ধ্যেয়। তার পর পড়াশোনা। কারণ পা দুটি তখনও তাঁর লক্ষ্যে অবিচল।
২০১৭ সালে নিট পাশ
তখনও নিটের দুর্নীতি শব্দটি জড়ায়নি। রাজ্যস্তরে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির গুঞ্জন ছিল। কিন্তু শিক্ষা ও দুর্নীতি শব্দ দুটি পাশাপাশি বসেনি। সেই সময় উজ্জ্বল ছাত্রী বছর আঠারোর রূপা যাদব নিট পাশ করেন। চান্স পান মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার। নিটে চান্স পাওয়ার মতোই কঠিন ছিল মেডিকেলের পড়াশোনা। সারাদিনের হাড়ভাঙা খাটুনির মতোই সে পড়াশোনা করে তিনি আজ এমবিবিএস পাশ। গ্রামের একমাত্র মহিলা ডাক্তার। গোটা গ্রামের গর্ব করার মতো বিষয়ই বটে। মানুষের সেবা করতে নিট পিজি দিয়ে মেডিসিন নিয়ে পড়তে চান রূপা।
রূপার খেদ
পড়াশোনাকে নিজের জীবনের ঈশ্বরের আশীর্বাদের মতো দেখেন রূপা। সেই পড়াশোনার সঙ্গে এত দুর্নীতি জড়িত থাকার ঘটনা তাঁকে স্বভাবতই কষ্ট দিয়েছে। নিটের পিছনে মূল চক্রীদের শাস্তি চান তিনি। তাঁর সঙ্গে চান ফের এই পরীক্ষা সুষ্ঠুভাবে হোক। মানুষের যাতে আস্থা ফেরে কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থার উপর, সেই ব্যবস্থাও নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
আরও পড়ুন - Fatty Liver: ফ্যাটি লিভার সারবে দ্রুত, সন্ধ্যের পর ছাড়ুন ৫ অভ্যাস
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )