এক্সপ্লোর
Advertisement
শারদ আনন্দ ২০২০: ডিজিটাল প্রিন্ট নাকি সাবেক জামদানি, এবার পুজোয় কোনটা ইন কোনটা আউট? কলকাতার ৫ সেরা শপিং কর্নারের হদিশ দিচ্ছে এবিপি আনন্দ
কোন দোকানে পাবেন অষ্টমীর সেরা ঢাকাই জামদানি? সিল্ক লিনেনের সেরা ঠিকানা কোথায়? এবার পুজোয় কোন ফ্যাশান ইন, কোনটাই বা আউট? পুজোর আগে শহরের সেরা ৫ শপিং কর্নারের খোঁজ দিচ্ছে এবিপি আনন্দ।
কলকাতা: রোজ দাঁড়িপাল্লায় মাপা হচ্ছে কোভিড আক্রান্ত ও সুস্থতার হার। তবুও নীল আকাশে ভেলা ভাসিয়েছে সাদা মেঘ। মন্ডপে এবার সঙ্গী হবে মাস্ক, স্যানিটাইজার। কিন্তু তাই বলে কি বন্ধ থাকবে বাঙালির সবচেয়ে বড় উৎসবের কেনাকাটা? ক্রেতার অপেক্ষায় কিন্তু যথারীতি পসরা সাজিয়েছে শহরের নামীদামি দোকানগুলি। কোন দোকানে পাবেন অষ্টমীর সেরা ঢাকাই জামদানি? সিল্ক লিনেনের সেরা ঠিকানা কোথায়? এবার পুজোয় কোন ফ্যাশান ইন, কোনটাই বা আউট? শহরের সেরা ৫ শপিং কর্নারের খোঁজ দিচ্ছে এবিপি আনন্দ।
আদি মোহিনী মোহন কাঞ্জিলাল
সাবেকি থেকে হাল ফ্যাশান, শাড়ি থেকে লেহেঙ্গা, পছন্দের তালিকার বেশ উপরের দিকেই থাকে এই দোকান। বেনারসী, স্বর্ণচোরীর সঙ্গে রয়েছে লিনেন, শিফন, মিক্স অ্যান্ড ম্যাচ ও ডিজাইনার শাড়ির সম্ভার।
কম বাজেটেই নজরকাড়া শাড়ি
আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কর্মকর্তা আশীষ কাঞ্জিলাল জানাচ্ছেন, বর্তমান কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে এই বছর কম বাজেটের শাড়ির সম্ভার সাজানো রয়েছে ক্রেতাদের জন্য। কম দামেই তাই মিলতে পারে নজরকাড়া শাড়ি। তবে তিনি ষ্পষ্টতই বললেন, শাড়ির মানের সঙ্গে কোনওরকম আপোষ করা হয়নি। রয়েছে বিভিন্ন প্রকারের মসলিন, খেস ও হ্যান্ডলুম শাড়ির স্টক। হালকা হ্য়ান্ডলুম শাড়ি এবার ক্রেতাদের অন্যতম পছন্দ। সেই সঙ্গে সাবেকি ঢাকাই জামদানি, স্বর্ণচোরি ও বেনারসী তো রয়েছেই। ক্রেতাদের মর্জি বুঝে রয়েছে মধুবণী থেকে স্ক্রিপ্ট প্রিন্ট, ফিগারমোটিভ প্রিন্ট, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, প্যাস্টেল রঙ ও মিক্স অ্যান্ড ম্যাচ ডিজাইন। কেবল শাড়ি নয়, স্টকে রয়েছে নজরকাড়া ল্যাহেঙ্গা, চুড়িদার, আনারকলি, গাউন, ফ্রক টপ ও কুর্তিও।
ছবি সৌজন্যে: আদি মোহিনী মোহন কাঞ্জিলাল
ছবি সৌজন্যে: আদি মোহিনী মোহন কাঞ্জিলাল
ছবি সৌজন্যে: আদি মোহিনী মোহন কাঞ্জিলাল
ছবি সৌজন্যে: আদি মোহিনী মোহন কাঞ্জিলাল
কীভাবে যাবেন?
৭৯/২ মহাত্মা গান্ধী রোড। কলেজ স্ট্রিট জংশন। কলকাতা
প্রিয় গোপাল বিষয়ী
কলকাতার অন্যতম পুরনো আর প্রতিষ্ঠিত দোকান। শাড়ির মহলে এই দোকানের জনপ্রিয়তা রয়েছে বেশ। এবার পুজোয় বিশেষ কী কী চমক রয়েছে ক্রেতাদের জন্য? প্রিয় গোপাল বিষয়ীর কর্ণধার সৌম্যজিৎ লাহা বলছেন, 'করোনা পরিস্থিতি জন্য এবার কাজ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সঠিক সময়ে প্রস্তুতিও নিতে পারিনি। তবে এইবার পুজোয় ট্র্যাডিশানাল আর হ্যান্ডলুম শাড়ির চাহিদা খুব বেশি।'
নজর কাড়ছে আজরখ প্রিন্টের সম্ভার
সাবেকি শাড়ির মধ্যে রয়েছে ঢাকাই জামদানি, কাটান ও বেনারসী। কাজ ও রঙে পরিবর্তন করে নতুনত্ব আনা হয়েছে। হাল ফ্যাশানের শাড়ির মধ্যে এবার খুব জনপ্রিয় লিনেন, খাদি, সিল্ক ও হাফ সিক্লের ওপর হ্যান্ডলুমের কাজ। সিল্কের ওপর কাঁথা স্টিচের কাজও পছন্দ করছেন অনেকে। কলমকারি বা মধুবণীকে এই পুজোয় কড়া টক্কর দিচ্ছে আজরখ প্রিন্ট। দোকানে রয়েছে সেই সম্ভারও। এছাড়া রয়েছে র-সিল্কের ওপর খুব হাল্কা জরির কাজের শাড়ি।
ছবি সৌজন্যে: প্রিয় গোপাল বিষয়ী
ছবি সৌজন্যে: প্রিয় গোপাল বিষয়ী
ছবি সৌজন্যে: প্রিয় গোপাল বিষয়ী
ছবি সৌজন্যে: প্রিয় গোপাল বিষয়ী
ছবি সৌজন্যে: প্রিয় গোপাল বিষয়ী
ছবি সৌজন্যে: প্রিয় গোপাল বিষয়ী
ছবি সৌজন্যে: প্রিয় গোপাল বিষয়ী
ছবি সৌজন্যে: প্রিয় গোপাল বিষয়ী
ছবি সৌজন্যে: প্রিয় গোপাল বিষয়ী
ছবি সৌজন্যে: প্রিয় গোপাল বিষয়ী
কীভাবে যাবেন?
মোট ৪টি শাখা রয়েছে প্রিয় গোপাল বিষয়ীর। রইল হদিশ-
১. পন্ডিত পুরুষোত্বম রায় স্ট্রিট, খাগরাপট্টি। কলকাতা ৭। দূরাভাষ – ২২৬৮ ৬৪০২, ৭০৪৪০৯২০০০
২. ২০৬ মহাত্মা গান্ধী রোড, বড়বাজার। কলকাতা ৭। দূরাভাষ – ৪৬০০ ৩৬৮২
৩. ১১৩/১এ, রাসবিহারী অ্যাভিনিউ (ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে)। কলকাতা -২৯। দূরাভাষ- ২৪৬৫ ৮২৪৬, ৯২৩০৬০৯৭৩৬
৪. ৬৯/ডি, বাগ স্টেশন রোড, বাগ মোড়, কাঁচরাপাড়া-৭৪৩১৪৫। দূরাভাষ – ২৫৮৫-৩৩৩৩, ৭০৪৪০৬২০০০।
আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি
কর্ণধার শ্যামল বসাক জানাচ্ছেন, সাবেকি থেকে নতুন ডিজাইন, বেনারসী থেকে লিনেন, বিভিন্ন দামের শাড়ি রয়েছে আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির সম্ভারে।
ডিজিটাল প্রিন্টেই বাজিমাত
৭০০ টাকা থেকে শুরু করে দেড় ২ লাখ পর্যন্ত প্যাকেজ রয়েছে শাড়ির। পকেট বুঝে বেছে নিতে পারবেন পছন্দ মতো শাড়ি। পুজোর পাশাপাশি বিয়ের মরসুমের কথা ভেবে রয়েছে প্রচুর বেনারসী। এর পাশাপাশি রয়েছে তসর সিল্ক, গাদোয়াল, নতুন ডিজাইনের কাঞ্জিভরম, ধর্মাভরম, আসাম সিল্ক, প্রিন্টেট তসর ও কানি সিল্ক। হালকা শাড়ির মধ্যে রয়েছে লিনেন, খাদি সিল্ক ও খাদি কটন।
ছবি সৌজন্যে: আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি
ছবি সৌজন্যে: আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি
ছবি সৌজন্যে: আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি
ছবি সৌজন্যে: আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি
কীভাবে যাবেন?
মোট ৪টি শাখা রয়েছে আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির। রইল হদিশ-
১. ১৭০ মহাত্মা গান্ধী রোড, বড়বাজার গুরদ্বারের পাশে।
২. ৮৯ কলেজ স্টিট, বর্ণপরিচয় মার্কেট।
৩. ১১৭/এ রাসবিহারী অ্য়াভিনিউ, ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে। ডোভার টেরেন্স, বালিগঞ্জ।
৪. ১৫ নম্বর আর্মেনিয়ান স্টিট, টিআরপিএল টাওয়ার, ৬ তলা।
বেনারসী প্যালেস
কেবল বেনারসী নয়, সমস্ত বয়সের ক্রেতাদের কথা মাথায় রেখে বিভিন্ন নতুন ডিজাইনের শাড়িই এবার পুজোয় বেনারসী প্যালেসের আকর্ষণ হয়ে উঠবে। কর্ণধার সমীরণ লাহা জানাচ্ছেন, কাঁথাস্টিচ, কাঞ্জিভরমের সঙ্গে সঙ্গে রয়েছে হাল ফ্যাশানের খাদি, লিনেনও।
সিল্ক যখন ইউএসপি
বিষ্ণুপুরি সিল্কের ওপর নজরকাড়া হ্যান্ডপ্রিন্ট এবার পুজোয় পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। হালকা ধরণের শাড়ি হওয়ার ফলে সামলানোর তেমন ঝামেলা নেই। পাশাপাশি রয়েছে সিল্কের ওপর বুটিক স্টাইল ও ডিটিট্যাল প্রিন্টও। এছাড়া মাদুরাই সিল্ক, খাদি, মটকা, তসর, লিনেন, ঘিচা, ঢাকাই মসলিন তো থাকছেই। পুজোয় এবার সিল্ক ও মটকা কিনতে চাইলে ঠিকানা হতেই পারে বেনারসি প্যালেস।
কীভাবে যাবেন?
১০৩ সি বিধান সরণী, কলকাতা ৪। শ্যামবাজার ট্রামডিপোর বিপরীতে।
শ্রীনিকেতন
পুজো মানে শুধুই কি শাড়ি? নয় তো। পুজোর পছন্দের তালিকায় যেমন রয়েছে কুর্তি, গাউন, তেমনই রয়েছে পুরুষদের পোশাকের বাহারও। সবার কথাই মাথায় রেখে শাড়ির সঙ্গে অন্যন্য পোশাকের সম্ভারও রয়েছে ্শ্রীনিকেতন-এ। হালকা থেকে সাবেকি বিভিন্ন দামের শাড়ি তো রয়েছেই। সেইসঙ্গে রয়েছে বিভিন্ন ডিজাইনার পোশাক। খামতি নেই ছেলেদের পোশাকেও। সেখানেও থাকছে নতুনত্বের ছোঁয়া।
পুজো মাতাক ফ্লোরাল প্রিন্টের কুর্তা-গাউন
শ্রীনিকেতনের বিশেষত্ব কেবল শাড়ি নয়। একই ছাদের তলায় পুরুষ থেকে মহিলা, সবার জন্যই রয়েছে বিশাল কালেকশান। এবার শিফন বা সুতির ফ্লেয়ার কাট কুর্তির চাহিদা খুব বেশি। সবচেয়ে বেশি বিকোচ্ছে ফ্লোরাল প্রিন্ট। একসঙ্গেই রয়েছে সিক্যুয়েন্সের ভারি চুমকির কাজ করা গাউন ও টপ। অফ সোলডার পোশাক এবার আউট। তার বদলে ইয়ং স্টারেদের নজর কেড়েছে কোল্ড সোল্ডার। একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে বেশ স্টাইলিশও। এছাড়ার রয়েছে প্যাপনল ড্রেস, টপ ও এলাইন কাটের মিডি ও টপ।
বৈচিত্র রয়েছে ছেলেদের পোশাকেও। সেখানেও এবার জায়গা করে নিয়েছে ফ্লোরাল প্রিন্ট। সাইড বটন কুর্তার চল এবার বেশি। ফ্লোরাল এ ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের কুর্তা নজর কাড়ছে ছেলেদেরও। পাশাপাশি বিভিন্ন স্ট্রাইপ প্রিন্টেরও চাহিদা রয়েছে। বোল্ড অ্যান্ড ব্রাইট স্ট্রাইপ ভীষণ জনপ্রিয়। ডেনিমের মধ্যে রয়েছে ড্যামেজড ও অ্যাঙ্কেল লেঙথ। বেশি ফিউশান না করতে চাইলে আপনার জন্য রেগুলার ডেনিম পারফেক্ট।
এবার পুজোয় এমব্রয়ডারির কাজ পছন্দ নয় ক্রেতাদের। তার থেকে থ্রিডি ও ডিজিট্যাল প্রিন্টের শাড়ির কাটতি বেশি। সাবেকি গাদোয়াল, বালুচরী, ব্যোমকাই, কাঁথাস্টিচ ও বুটিকের প্রচুর কালেকসন রয়েছে এখানে। সেইসঙ্গে পাবেন উইবিং হ্যান্ডলুম, বাংলাদেশী ঢাকাই, সিল্ক কাতান, শেফালি কাতান, সানা সিল্ক, খাদি কটন, লিনেন সিল্ক ও সিল্ক ঘিচা।
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
ছবি সৌজন্যে: শ্রীনিকেতন
কীভাবে যাবেন
১. ৪, সোদপুর স্টেশন রোড। দেশবন্ধু নগর। সোদপুর
২. ২/২ হিন্দুস্তান রোড। ডোভার টেরেন্স, গড়িয়াহাট, কলকাতা।
৩. নায়ান করন, ২৬, গুপ্তা কলোনি, কেএনসি রোড। বারাসাত।
৪. বাটা, ১২৪ বি বিধান সরণী। বাগবাজার, কলকাতা।
সুরক্ষাবিধি মেনেই হোক পুজোর আনন্দ। সঙ্গে চলুক নতুন পোশাক কেনাও। এবিপি আনন্দের তরফ থেকে রইল হাল হকিকতের খোঁজ।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement