Skin Care With Milk: ঠান্ডা দুধই সেরা ক্লেনজার, স্ক্রাবার হিসেবেও দুধের জুড়ি মেলা ভার
Winter Skin Care With Milk: শীতকালে দুধের সাহায্যে ত্বকের পরিচর্যা করলে ত্বক থাকবে নরম-আর্দ্র অর্থাৎ মোলায়েম। ত্বকে ময়শ্চারাইজারের কাজ করবে দুধ।
Skin Care With Milk: ত্বকের পরিচর্যায় (Skin Care Tips) ঘরোয়া উপকরণ (Natural Ingredients) ব্যবহারের পরামর্শ সবসময়েই দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। বাজারচলতি প্রোডাক্টের তুলনায় প্রাকৃতিক উপকরণ ত্বকের যত্নের জন্য শতগুণে ভাল। তেমনই একটি জিনিস হল দুধ (Winter Skin Care With Milk)। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে ত্বকের পরিচর্যায় কাঁচা দুধ ব্যবহার করতে হবে। অর্থাৎ ফুটিয়ে নেওয়ার আগে যে দুধ থাকে সেটা ব্যবহার করা উচিত ত্বকের যত্নের ক্ষেত্রে। আপনি চাইলে বাড়িতে ফেসপ্যাক কিংবা ফেস-মাস্ক বা ফেস স্ক্রাব তৈরি করার সময় গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন।
দু'চামচ দুধেই ফিরবে ত্বকের জেল্লা, বজায় থাকবে মোলায়েম-পেলব ভাব
ক্লেনজার হিসেবে ব্যবহার করুন সামান্য পরিমাণে কাঁচা এবং ঠান্ডা (ফ্রিজে রাখা) দুধ
দুধ সবচেয়ে ভাল ক্লেনজার। তাই কাঁচা দুধ দিয়ে ত্বক পরিষ্কার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন। তুলো দুধে ভিজিয়ে তা দিয়ে আলতো হাতে মুখ পরিষ্কার করে নিন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। যাঁরা নিয়মিত বাড়ির বাইরে বেরোন তাঁরা এই পদ্ধতিতে ত্বক পরিষ্কার করে দেখতে পারেন, উপকার পাবেন।
দুধের সর সবচেয়ে ভাল স্ক্রাবার
দুধের সর দিয়ে ত্বকের পরিচর্যা করলেও অনেক উপকার পাবেন। দূর হবে কালচে দাগছোপ। ফিরবে ত্বকের জেল্লা এবং মোলায়েম ভাব। দুধের সরের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারলে ত্বকে সবচেয়ে ভাল স্ক্রাবিংয়ের কাজ করবে। ঝরবে ত্বকের মরা কোষ। বাড়বে উজ্জ্বলতা। দুধের সর হল সেরা প্রাকৃতিক স্ক্রাবার।
দুধের সঙ্গে কী কী উপকরণ মিশিয়ে ত্বকের পরিচর্যা করতে পারেন, দেখে নিন একঝলকে
শীতকালে দুধের সাহায্যে ত্বকের পরিচর্যা করলে ত্বক থাকবে নরম-আর্দ্র অর্থাৎ মোলায়েম। ত্বকে ময়শ্চারাইজারের কাজ করবে দুধ। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারলে ত্বকের বিভিন্ন র্যাশ, ব্রন, অ্যালার্জি দূর হবে। দুধের সঙ্গে বেসন মিশিয়ে মুখে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এই প্যাক ত্বকে স্ক্রাবেরও কাজ করবে। দুধের মধ্যে মধু মিশিয়ে স্নানের আগে ভালভাবে মুখের ত্বকে মেখে নিন। নিয়মিত এই প্যাক লাগালে ত্বক থাকবে তুলোর মতো নরম।
আরও পড়ুন- শীতকালে কেন পাকা পেঁপে থেকে তৈরি ফেসপ্যাক-স্ক্রাব ব্যবহার করবেন? কীভাবে পাবেন উপকার?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।