Snake Repellant: বর্ষায় বাড়ে সাপের উপদ্রব, হেঁশেলের পাঁচ উপাদানই সুরক্ষিত রাখবে আপনাকে
Snake Repellant Kitchen Ingredients: বর্ষায় সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায়। এই অবস্থায় হেঁশেলের পাঁচ উপাদানই কিন্তু আপনাকে সুরক্ষিত রাখতে পারে।
Snake Repellant: বর্ষা দেখতে দেখতে শুরু হয়ে গেল। এই অবস্থায় সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায়। যাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড় ও জঙ্গল একটু বেশি, তাদের বাড়িতে সাপের উপদ্রব বেশি হওয়ার আশঙ্কা থাকে। বিষধর সাপের কামড় থেকে বাঁচতে তাই এই সময় বেশি সতর্কতা দরকার (Snake Repellant Kitchen Ingredients)। অনেকেই এই সময় কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখেন বাড়ির আশেপাশে । তবে সেটি ছাড়াও ঘরোয়া কিছু উপকরণ এই কাজে বেশ সাহায্য করে। হেঁশেলের উপকরণও রয়েছে তার মধ্যে। জেনে নিন কোন কোন উপকরণ দিয়ে সহজেই সাপের উপদ্রব থেকে রেহাই পাওয়া সম্ভব।
সাপের উপদ্রব থেকে রেহাই পাওয়ার উপকরণ
১. লেবু ও গোলমরিচ গুঁড়ো - লেবুর রসের সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি বাড়ির বিভিন্ন কোণায় ছড়িয়ে রাখুন। এতে সহজেই সাপ দূরে থাকবে বাড়ি থেকে।
২. পেঁয়াজ-রসুন - পেঁয়াজ-রসুনের মধ্যে সালফোনিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডের কারণেই পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখে জল আসে। এই দুটির সঙ্গে কিছু সৈন্ধব লবণ মিশিয়ে নিন। এবার ঘরের বিভিন্ন অংশ ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাখলে সাপ আসার ভয় থাকবে না।
৩. ভিনিগার - জলের মধ্যে থাকলে ভিনিগার সাপ তাড়াতে সাহায্য করে। বাড়ি বা বাড়ির আশেপাশে জল জমে গেলে এই পন্থা কার্যকরী। এর জন্য জলের আশেপাশে ভিনিগার ছড়িয়ে রাখতে হবে। এতেই দূরে থাকবে সাপ।
৪. দারচিনি ও লবঙ্গের তেল - দারচিনি ও লবঙ্গের তেলও সাপ তাড়াতে বেশ কার্যকরী। এক পাত্র জলে পরিমাণমতো এই দুটি উপকরণ দিয়ে জল ভাল করে ফুটিয়ে নিন। এবার সেই জলটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। সাপ দেখলে এটি স্প্রে করতে হবে সরাসরি। তাহলেই উল্টে দিকে পালাবে সাপ। সতর্কভাবে করতে হবে এটি। কারণ উল্টোদিকে কেউ থাকলে তিনি আহত হতে পারেন।
হেঁসেলের উপকরণ ছাড়া আর যা যা উপকরণ
হেঁসেলের উপকরণ ছাড়াও আরও বেশ কিছু উপকরণ সাপ তাড়াতে বেশ কার্যকরী। কী কী উপকরণ ? দেখে নেওয়া যাক।
১. ন্যাপথালিন - ন্যাপথালিন খুব পরিচিত সাপ তাড়ানোর ওষুধ। ঘরের কোণায় ন্যাপথালিন দিয়ে রেখে দিন। এর ঝাঁঝেই সাপ টিঁকতে পারবে না সেখানে।
২. সালফার পাউডার - সালফার পাউডার সাপ তাড়ানোর শক্তিশালী উপকরণ। এটি ঘরের বাইরে ছড়িয়ে রাখলে সাপ আর ঘরে ঢোকার সাহস পাবে না।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Cyber Safety Tips: আপনার অ্যাকাউন্টের তথ্যও ডার্ক ওয়েবে ফাঁস হতে পারে, কীভাবে বুঝবেন, কী করবেন ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )