Travel Story: উইকেন্ডে লম্বা বাইক ট্যুরের প্ল্যান ? এই পাঁচ জায়গা যেন মিস না হয় !
West Bengal Offbeat Place For Bike Tour: উইকেন্ডে অনেকেই লম্বা বাইক ট্যুরে বেরিয়ে পড়েন। কিন্তু কোথায় যাবেন ? বেছে নিতে পারেন এই স্থানগুলি।
Travel Story: বাইকের ট্যাঙ্ক ফুল করেই বেরিয়ে পড়া (Bike Tour)। যারা এইভাবে ভ্রমণের স্বাদ নিতে ভালবাসেন, তারা জানেন এই ধরনের ট্যুরের রোমাঞ্চ। কিন্তু শুধু বাইক নিয়ে বেরিয়ে পড়লেই তো হল না। কোনও না কোনও গন্তব্যে পৌঁছাতেও ইচ্ছে করে। সম্ভব হলে সেখানে একদিন কাটিয়েও আসেন অনেকে। বাইক নিয়ে বেরিয়ে তাহলে কোথায় যাওয়া যায় ? বাংলার (Top Offbeat Destinations) এমন কিছু গন্তব্যের হদিস রইল এখানে। তালিকায় বিখ্যাত স্থানগুলির পাশাপাশি থাকবে অফবিট কিছু স্থানও (Offbeat Destinations West Bengal)।
১. তিনচুলে - পাহাড়ি এলাকা প্রিয় হলে দার্জিলিং জেলার তিনচুলে মিস করা মোটেই উচিত হবে না। বাইকে করে পৌঁছে যেতে পারেন এই ছোট্ট গ্রামে। তিনচুলে,তাকদা লামহাট্টা ঘুরে আসতে পারেন অতি স্বল্প খরচেই।
২. জয়পুর ফরেস্ট - গাছগাছালি বেশ প্রিয় স্থান ? বাঁকুড়ার জয়পুর ফরেস্ট থেকেও ঘুরে আসতে পারেন দুদিনের ছুটিতে। রিসর্টে থাকলে খরচ পড়বে একটু বেশি। কিন্তু নিরিবিলি এই জগতের আনন্দ শহরের কোলাহল থেকে মুক্তি দেবে।
৩. চিলাপাতা ফরেস্ট - চিলাপাতা হল আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে একটি ঘন জঙ্গল। দুদিনের
৪. বকখালি - দক্ষিণবঙ্গের বাসিন্দা হলে আর সমুদ্র ভালবাসলে কাছেই রয়েছে বকখালি। ভিড়টা দীঘার মতো ততটা নয়। হোটেলও সস্তা। এক রাত কাটানোর পকেটের বেশি খসবে না।
৫. বিষ্ণুপুর - মল্লরাজাদের নির্দশন রক্ষা করছে বাঁকুড়ার এই শহর। একভাবে এই শহরকে ঐতিহাসিক শহরও বলা যায়। তাই বিষ্ণপুরেও ঘুরে আসতে পারেন সপ্তাহের শেষে। একদিন থাকলে শহরের প্রধান ঐতিহাসিক স্থানগুলিও ঘুরে ঘুরে দেখা সম্ভব।
৬. মন্দারমনি - দীঘার ভিড় এড়াতে একটু বেশি খরচ করে চলে যেতে পারেন মন্দারমনি। সমুদ্রের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে রাখবে। সপ্তাহ শেষের একটি দিন কাটবে নোনাবালির দেশে।
৭. টাকি - বাংলার ইতিহাসের সঙ্গে অনেকটা জড়িয়ে এই অংশ। মূলত শীতকালে পিকনিকের জন্য বিখ্যাত। কিন্তু বছরের যেকোনও সময় যেতে পারেন ইছামতীর তীরে।
৮. সামসিং - বাংলা ভুটান সীমান্তে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম সামসিং। এখানে এত গরম নেই। দু-তিনদিনের ট্রিপ করলে অনায়াসে ঘুরে আসা যায় সামসিং থেকে। শহরের কোলাহল থেকে কদিনের জন্য মিলবে রেহাই।
আরও পড়ুন - Sleepy Feeling Remedies: ঘুম ঘুম ভাব কাটতে অনেক সময় লাগে ? এই পানীয়ে শরীর চাঙ্গা হবে কয়েক মিনিটে
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।