এক্সপ্লোর
Advertisement
Valentine Day 2021: আসছে ভ্যালেন্টাইনস, গোড়ার গল্প
Significance and History of Valentine Day 2021: প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে ভ্যালেন্টাইন্স ডের বিকল্প হয় না এমনটা মনে করেন অনেকেই। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন। কিন্তু কেবল একটা দিন কেন, একটা গোটা সপ্তাহ ভালোবাসা উদযাপনের রীতি তৈরি হয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখকেই কেন বেছে নেওয়া হয়েছে ভালোবাসার দিন হিসাবে? বিশেষ এই দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা।
কলকাতা: প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে ভ্যালেন্টাইন্স ডের বিকল্প হয় না এমনটা মনে করেন অনেকেই। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন। কিন্তু কেবল একটা দিন কেন, একটা গোটা সপ্তাহ ভালোবাসা উদযাপনের রীতি তৈরি হয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখকেই কেন বেছে নেওয়া হয়েছে ভালোবাসার দিন হিসাবে? বিশেষ এই দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা।
কথিত আছে, সেন্ট ভ্যালেন্টাইন (Valentine Day) ছিলেন একজন খ্রীস্টান ধর্মযাজক। রোম নগরীতে সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের সময়ে ধর্মপ্রচার করতেন তিনি। সেই সময়ে সম্রাটের ধারণা ছিল সৈনিকদের একমাত্র লক্ষ্য হল রাজার অনুগত থাকা। সেই কারণে রোমান সেনাবাহিনীর সমস্ত সৈনিককে অবিবাহিত রাখা হত। শোনা যায়, গোপনে সৈনিকদের বিবাহের আয়োজন করতেন সেন্ট ভ্যালেন্টাইন । সৈনিকরা একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়লে তাদের আর যুদ্ধে নিয়ে যাওয়া হত না।
ভ্যালেন্টাইনের এই গোপন কাজকর্মের কথা সম্রাটের কানে পৌঁছয়। ভ্যালেন্টাইনকে হাজির করা হয় রাজসভায়। শোনা যায়, সেইসময় তিনি নাকি রাজাকেও খ্রীস্টধর্মে দীক্ষিত করার চেষ্টা করেন। এই অপরাধে যাবজ্জীবন কারাবাসের শাস্তি দেওয়া হয় ভ্যালেন্টাইনকে। কিন্তু কারাবাসের থাকাকালীন একটি অলৌকিক ঘটনা ঘটান ভ্যালেন্টাইন। একজন কারারক্ষীর অন্ধ মেয়ের চিকিৎসা করে দৃষ্টি ফিরিয়ে আনেন তিনি। এরপর তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ভ্যালেন্টাইন।
১৪ ফেব্রুয়ারি ফাঁসির দিন ঘোষণা করা হয় ভ্যালেন্টাইনের। মৃত্যুর আগের রাতে প্রেমিকার উদ্দেশে একটি চিঠি লেখেন তিনি। সেই চিঠির শেষে 'তোমার ভ্যালেন্টাইন' কথাটি লেখা ছিল। পরবর্তীকালে পোপ গেলাসিয়াস ভ্যালেন্টাইনের মৃত্যুদিনটিকে ভ্যালেন্টাইনস ডে হিসাবে ঘোষণা করা হয়। অবশ্য এই দিনটিতে কার্ড ও উপহার দেওয়ার প্রচলন করে ব্রিটিশরা।
অনেকেই বলেন, ভালোবাসার জন্য কোনও বিশেষ দিন হয় না। কিন্তু অনেকেই ৭ থেকে ১৪, গোটা সপ্তাহ জুড়ে পালন করেন বিভিন্ন দিন। এক নজরে দেখে নেওয়া যাক ভ্যালেন্টাইনস সপ্তাহে কবে কোন দিন পালন করা হয়।
ভ্যালেন্টাইন্স সপ্তাহের তারিখ :-
৭ ফেব্রুয়ারি - রোজ ডে গোলাপ দিবস ৮ ফেব্রুয়ারি - প্রপোজ ডে ৯ ফেব্রুয়ারি - চকোলেট ডে ১০ ফেব্রুয়ারি - টেডি ডে ১১ ফেব্রুয়ারি - প্রমিস ডে ১২ ফেব্রুয়ারি - হাগ ডে বা আলিঙ্গন দিবস ১৩ ফেব্রুয়ারি - কিস ডে বা চুম্বন দিবস ১৪ ফেব্রুয়ারি - ভ্যালেন্টাইন্স ডে
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement