Vastu Tips: ঘরে এই ভাবে সাজিয়ে রাখতে হবে গোলাপি ফুল, তারপরই দুয়ারে আসবে প্রেম-সমৃদ্ধি
Vastu Tips peony flower benefit : বাস্তুশাস্ত্র বলে, বাড়ির সৌন্দর্যের সঙ্গে ফুলের সম্পর্ক যেমন জড়িয়ে, তেমনই জীবনের সৌভাগ্যের সঙ্গেও জড়িত।

Vastu Tips: ফুল দিয়ে ঘর সাজাতে খুব পছন্দ করেন আপনি ? কিন্তু কোন ফুল আপনার ঘরের জন্য শুভ, কোন ফুল কোথায় রাখলে, বয়ে আনবে সৌভাগ্য, তা কী জানেন ? বাস্তুশাস্ত্র অনুসারে, ফুল ঠিক জায়গায় সাজিয়ে রাখতে পারলে সুঘ্রাণ যেমন আপনার মন ভাল করবে, তেমনই বয়ে আনবে সৌভাগ্য। বাস্তুশাস্ত্র বলে, বাড়ির সৌন্দর্যের সঙ্গে ফুলের সম্পর্ক যেমন জড়িয়ে, তেমনই জীবনের সৌভাগ্যের সঙ্গেও জড়িত।
- Peony ফুলের জাদু এমনই। বাস্তুশাস্ত্র বলছে, এই গোলাপি ফুল ঘরে লাগালে ভাগ্য বদলে যাবে। খুব শুভ বলে মনে করা হয় এই ফুলকে। একে পিওনিয়া ফুলও বলে। গোলাপি বর্ণের এই ফুলকে ফুলের রানি বলা হয়।ভালবাসা এবং সৌন্দর্যের প্রতীক এই গোলাপি ফুল। পরিবারে অশান্তি দূর করতে বাড়িতে এই গাছ লাগানো খুবই উপকারী । এমনটাই মনে করেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা।
বাস্তু টিপস: এই গোলাপি ফুল ঘরে লাগালে ভাগ্য বদলে যাবে, খুব শুভ বলে মনে করা হয়। - বাড়িতে বিবাহযোগ্য ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না ? বিয়েতে বাধা থাকলে পিওনিয়া ফুল দিয়ে ঘর সাজাতে পারেন। বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে শীঘ্রই বিবাহের সম্ভাবনা তৈরি হয় । কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছাও পূরণ হয়। আসলে গোলাপি হল ভালবাসার রং। আর এই ফুলে আছে এক আকর্ষণী ক্ষমতা। যা অনেকের নজর টেনে আনবে।
বাস্তু টিপস: এই গোলাপি ফুল ঘরে লাগালে ভাগ্য বদলে যাবে, ডেকে আনবে আপনার জীবনসঙ্গীকে। - সুখী দাম্পত্য জীবনের জন্য দক্ষিণ-পশ্চিম কোণে একটি পিওনিয়া গাছ লাগান। বা ফুলদানিতে সাজিয়ে রাখুন এই গোলাপি ফুল। এর মাধুর্য যেমন পরিবেশটাকেই বদলে দেবে , তেমনই সমৃদ্ধি নিয়ে আসবে আপনার পরিবারে ও সম্পর্কে। সম্পদের আগমনের পথ খুলে দেয় এই ফুল।
বাস্তু টিপস: এই গোলাপি ফুল ঘরে লাগালে ভাগ্য বদলে যাবে, সঙ্গে খুলে যেতে পারে অর্থভাগ্য। - বলা হয়, প্রধান ফটকের ডানদিকে পিওনিয়া গাছ লাগালে অশুভ শক্তি ঘরে প্রবেশ করে না। এই গাছ সমস্ত নেতিবাচকতা দূর করে। বাস্তু টিপস: এই গোলাপি ফুল ঘরে লাগালে ভাগ্য বদলে যাবে, খুব শুভ বলে মনে করা হয় ।
- স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়লে, কাছে আসা কমে গেলে বেডরুমে পিওনিয়া গাছ নাকি ম্যাজিকের মতো কাজ করে। এই ফুলের ছবিও বিবাহিত জীবনে মাধুর্য আনে।
আরও পড়ুন ; রাশিতে 'বিষ যোগ' থাকলে জীবন হয়ে ওঠে 'নরক', কীভাবে এড়াবেন ?
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)






















