Valentine Day 2022: সঙ্গী দূরে থাকেন? ভার্চুয়ালি যেভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটাবেন
বহু মানুষকেই কাজের জন্য হোক কিংবা অন্য যেকোনও কারণে প্রিয়জনের কাছ থেকে দূরে থাকতে হয়। কিন্তু দূরে থাকলে তো আর ভালোবাসা কমে যায় না। বরং, বহু মানুষ দাবি করে থাকেন যে, দূরে থাকলে ভালোবাসা বাড়ে।
কলকাতা: রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day 2022)। ভালোবাসার দিন। প্রেমের দিন। প্রেমিক-প্রেমিকা, দম্পতি, সঙ্গীরা সারা বছর এই দিনটার জন্য বিশেষভাবে অপেক্ষা করে থাকেন। একসঙ্গে এই বিশেষ দিনটায় সময় কাটানো থেকে মনের কথা জানানো, প্রেমের কথা বলার জন্য বা মনের মানুষকে ভালোবাসার কথা প্রথমবার জানানোর জন্য ভ্যালেন্টাইন্স ডে-র থেকে ভালো দিন তো আর হয় না। তবে, অনেক সময়ই বহু মানুষের জীবনে ভ্যালেন্টাইন্স ডে ততটাও ভালো কাটে না। এর একটা বড় কারণ সঙ্গী দূরে থাকে তাই। বহু মানুষকেই কাজের জন্য হোক কিংবা অন্য যেকোনও কারণে প্রিয়জনের কাছ থেকে দূরে থাকতে হয়। কিন্তু দূরে থাকলে তো আর ভালোবাসা কমে যায় না। বরং, বহু মানুষ দাবি করে থাকেন যে, দূরে থাকলে ভালোবাসা বাড়ে। যাঁদের সঙ্গীরা দূরে থাকেন, তাঁরা কীভাবে ভ্যালেন্টাই্নস ডে উদযাপন করবেন? রইল কিছু পদ্ধতি, যেভাবে ভার্চুয়ালি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে পারবেন।
১. ভার্চুয়াল ক্যান্ডেল লাইট ডিনার- কাছাকাছি থাকলে বহু মানুষই ভ্যালেন্টাইন্স ডে-তে ক্যান্ডেল লাইট ডিনার বা মোমবাতির আলোয় ডিনারের আয়োজন করেন। রোম্যান্টিকতা ভরপুর থাকে এই স্পেশাল ডিনার। ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গী দূরে থাকলেও বিশেষ ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করতে পারেন। দুজনেই মোবাইলের ওপারে ডিনারের আয়োজন করলেন। সঙ্গী ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলতে থাকলে মনে হবে যেন একসঙ্গেই ডিনার সারছেন আর ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছেন।
২. ভিডিও কলিং- সঙ্গীর দূরে থাকেন। আপনি তাঁর জন্য প্রতি মুহূর্তে কতটা চিন্তা করেন, তা এই বিশেষ দিনে জানাতে পারেন। ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করুন নিজের মতো করে।
আরও পড়ুন - Valentine Day 2022: ভালোবাসার দিনে ভালোবাসার মানুষটাকে দিতে পারেন এই উপহারগুলো
৩. মনোঃতত্ব পরীক্ষা- ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীর মনের কথা জানতে পারেন। ভার্চুয়ালি মজাদার খেলার মাধ্যমে এটা করতে পারেন। ভবিষ্যতের পরিকল্পনা, স্বপ্ন, ভালোবাসার কথা নিজেরা আগে কাগজে লিখে নিন। তারপর সঙ্গীর সঙ্গে মিলিয়ে দেখুন তা মিলছে কিনা। বুঝতে পারবেন আপনার আর আপনার সঙ্গীর মনের মিল কতটা।
৪. ভার্চুয়ালি দুজনে ছবি আঁকতে পারেন। ব্রাশ, প্যালেট সব কাছে রাখুন। আর ভার্চুয়ালি দুজনে ছবি আঁকুন। মন ভালো হয়ে যাবে আবার মজারও হবে।
৫. নানা মজাদার গেম খেলা যায়। সঙ্গী ূরে থাকলেও ভার্চুয়ালি সেই সমস্ত গেম খেলতে পারেন।
৬. কে কত তাড়াতাড়ি কফি তৈরি করতে পারেন, তার একটা মজাদার খেলা খেলতে পারেন। কফি তৈরির সমস্ত উপকরণ হাতের কাছে রাখুন। আর ভার্চুয়ালি কফি বানিয়ে ফেলুন।
৭. প্রাকৃতিক পরিবেশের মধ্যে বেড়াতে যেতে পারেন। সঙ্গে ভিডিও কলে থাকুন সঙ্গী। অনুভব করবেন যেন একসঙ্গেই বেড়াতে যাচ্ছেন।