Cancer: ট্যালকম পাউডারের সঙ্গে ক্যানসারের বিষও মাখছেন ? সতর্ক করল WHO
WHO On Talcum Powder: ট্যালকম পাউডার নিয়ে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের সন্দেহ ছিল। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতেও উঠে এল সেই কথা।
WHO On Talcum Powder: মৃদু গুঞ্জন, আলোচনা, কিছুটা ছোট আকারে গবেষণা এসব চলছিল দীর্ঘ দিন ধরেই। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিশুদের ট্যালকম পাউডার যে নিরাপদ নয়, সেই নিয়ে এবার একটি বিবৃতি দিল হু। ওই বিবৃতিতে বলা হয়, আমরা মানুষরা যে ট্যালক বা ট্যালকম পাউডার ব্যবহার করে থাকি, সেটি মোটেই নিরাপদ নয়। বরং তার মধ্যে কারসিনোজেনিক উপাদান রয়েছে বলেই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। ট্য়ালকম পাউডারকে (Cancer For Talcum Powder) তাই ওই বিবৃতিতে সম্ভাব্য় কারসিনোজেনিক বলে উল্লেখ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (WHO)।
কীসের ভিত্তিতে এমনটা বলছে WHO ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিবৃতির নেপথ্যে রয়েছে বেশ কিছু গবেষণা। বিশ্বের নানা প্রান্তে এই নিয়ে গবেষণা হয়েছে। ছোট আকারে গবেষণাগুলি হয়ে থাকলেও তার যথেষ্ট গুরুত্ব আছে (Talcum Powder Cancer Risk) বলেই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই শেষ পর্যন্ত এই বিবৃৃতি দিতে বাধ্য হল তারা।
হাতেনাতে অকাট্য প্রমাণ
হাতেনাতে আরেকটি অকাট্য প্রমাণ হু পেয়েছে বলে জানাচ্ছে। তা হল সাম্প্রতিক একটি গবেষণা। ওই গবেষণায় একটি ইঁদুরের শরীরে ট্যালকম পাউডার প্রবেশ করিয়ে পরীক্ষা করা হয়। দেখা যায়, ইঁদুরটির শরীরে টিউমার তৈরি হয়েছে। শুধু তাই নয়, ওই টিউমারটি ক্যানসারের অর্থাৎ ম্যালিগন্যান্ট প্রকৃতির।
ইঁদুরের ভিত্তিতে মানুষকে নিয়ে দাবি ?
আজব বলে মনে হতেই পারে অনেকের। কিন্তু কিছু নির্দিষ্ট কারণে এইদাবি জোরালো হচ্ছে। ইদুরের কোশগুলিকে ট্যালকম পাউডারের ওই কারসিনোজেনিক এলিমেন্ট সংক্রমিত করেছে। করে ডেকে এনেছে ক্যানসার। বিজ্ঞানীদের দাবি, ওই কোশের সঙ্গে বেশ কিছুটা মিল রয়েছে মানুষের কোশের। ফলে মানুষের কোশে ক্যানসার বাসা বাঁধবে না, এমন কোনও গ্যারান্টি নেই।
কোন কোন ক্যানসারের আশঙ্কা তুঙ্গে ?
মহিলাদের মধ্যে জরায়ুর ক্যানসার হতে পারে বলে আশঙ্কা গবেষকদের। কারণ মহিলাদের মধ্যে অনেকেই এই পাউডার ব্যবহার করে থাকেন। তাদের ব্যবহারের হার বেশি আদতে। অন্যদিকে বেবি ট্যালক বিভিন্ন প্রসাধনীর মাধ্যমেও মহিলাদের শরীরে প্রবেশ করার সম্ভাবনা থেকে যায়। আপাতত তাই ট্যালকম পাউডার ব্যবহারে সতর্ক হতে বলছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার।
আরও পড়ুন - Cancer: ক্যানসার নয়, ক্যানসার রোগীদের কম আয়ুর জন্য দায়ী অন্য এক রোগ !
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )