Health Tips: বড়রা ত্বকের যত্নে বাচ্চাদের প্রোডাক্ট ব্যবহার করছেন? হতে পারে মারাত্মক ক্ষতি
Skin Care Tips: ত্বকের যত্নে বাচ্চাদের প্রোডাক্ট ব্যবহার করলে কী কী সমস্যা দেখা দিতে পারে, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কলকাতা: ত্বকের যত্ন (Skin Care) নেওয়ার সময়ে কোন জিনিস ব্যবহার করছেন, সেদিকে নজর দেওয়া বিশেষভাবে জরুরি। অনেক সময়ই দেখা যায়, প্রাপ্তবয়স্করাও ত্বকের যত্নে বাচ্চাদের প্রোডাক্ট (Baby Skin Care Product) ব্যবহার করছেন। বিশেষ করে যাঁদের সেনসিটিভ স্কিন, তাঁরা বাচ্চাদের স্কিনকেয়ার প্রোডাক্ট বেশি ব্যবহার করে থাকেন। তাঁদের ধারণা, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি প্রোডাক্টে ক্ষতিকর কেমিকেল থাকে না, তাই এই প্রোডাক্টগুলি অনেক বেশি নিরাপদ ত্বকে ব্যবহারের জন্য। কিন্তু জানেন কি, আসলে এই ধারণা থেকে আদতে নিজের ত্বকের ক্ষতিই করে ফেলছেন? ত্বকের যত্নে বাচ্চাদের প্রোডাক্ট ব্যবহার করলে কী কী সমস্যা দেখা দিতে পারে, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রাপ্তবয়স্করা ত্বকের যত্নে বাচ্চাদের জিনিস ব্যবহার করলে কী হবে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাচ্চাদের জন্য তৈরি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন বড়রাও, এই ধারণা একেবারেই সঠিক নয়। এই সমস্ত প্রোডাক্ট শুধুমাত্রই বাচ্চাদের ত্বকের জন্য তৈরি হয়। বড়রা এই প্রোডাক্ট ব্যবহার করলে উপকারের পরিবর্তে হতে পারে ক্ষতি। ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে এর ফলে। তাঁদের মতে, বাচ্চাদের ত্বকে দূষণ, ধুলো প্রভৃতি একেবারেই থাকে না বা খুব কম থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব পড়ে না। ফলে হরমোনেরও কোনও পরিবর্তন হয় না। কিন্তু বড়দের ত্বকে এগুলি থাকে। তাই যে কারণে আপনি বাচ্চাদের প্রোডাক্ট ব্যবহার করছেন, তা আসলে কোনও কাজই করছে না। উল্টে, আপনার ত্বকের রোমকূপগুলির মুখ বন্ধ করে দিতে পারে এই সমস্ত প্রোডাক্ট। আর তা হয়ে যায় তেলতেলে। এর ফলে তৈলাক্ত ত্বকের সমস্যা দেখা দেয়। যার ফলে, ব্ল্যাকহেডস, পিগমেনটেশন, ব্রণ, অ্যাকনে এবং ত্বকের আরও নানা সমস্যা দেখা দিতে পারে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ, বাচ্চাদের প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের উপকার হওয়ার পরিবর্তে আসলে নিজেই নিজের অজান্তে ত্বকের ক্ষতি করে ফেলছেন। তাই পরবর্তীকালে এমন কিছু ব্যবহার করার আগে কথা বলে নিন বিশেষজ্ঞ কিংবা চিকিৎসকদের সঙ্গে।
আরও পড়ুন - Winter Care: শীতকালে সুস্থ থাকতে পাতে থাকুক এই খাবারগুলি
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )