এক্সপ্লোর
Advertisement
live updates: মহারাষ্ট্রে সরকার গঠনের তত্পরতা তুঙ্গে, কাল মাতোশ্রীতে সব শিবসেনা বিধায়ককে হাজির থাকতে নির্দেশ
LIVE
Background
দক্ষিণ গোয লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। দক্ষিণ গোয ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 12 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 10জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে দক্ষিণ গোয লোকসভা আসনের ভোটাররা BJP -র Adv. Narendra Keshav Sawaikar -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি INC র Aleixo Reginaldo Lourenco কে 32330 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
দক্ষিণ গোয লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী ভারতীয় জনতা পার্টি 12516 ভোট পেয়েছিলেন।
17:04 PM (IST) • 21 Nov 2019
17:01 PM (IST) • 21 Nov 2019
কংগ্রেস ওয়ার্কিং কমিটি আজ বৈঠকে বসে সনিয়া গাঁধীর ১০ জনপথের বাসভবনে। কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আমরা মহারাষ্ট্রের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে কমিটির সদস্যদের অবহিত করেছি। আজ কংগ্রেস-এনসিপি আলোচনা অব্যাহত থাকবে। আশা করছি, আগামীকাল মুম্বইয়ে হয়তো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, নিজেদের মধ্যে বৈঠকের পাশাপাশি কংগ্রেস, এনসিপি নেতারা ফোনে শিবসেনা নেতৃত্বের সঙ্গে কথা বলেন, ইতিবাচক সাড়া পান। জোট সরকারের ক্ষমতা বন্টন ফর্মূলাও ঠিক হয়। সেই অনুসারে শিবসেনা, এনসিপি আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি করবে, কংগ্রেস নেবে উপ মুখ্যমন্ত্রী পদ।
16:54 PM (IST) • 21 Nov 2019
শিবসেনার সব বিধায়ককে কাল সকাল সাড়ে ১০টা নাগাদ দলীয় সভাপতি উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’তে আসতে বলা হয়েছে। উদ্ধব তাঁদের সঙ্গে কথা বলবেন। তারপর তাঁদের রাজস্থান অথবা মহারাষ্ট্রেরই মহাবালেশ্বর বা লোনাভানায় পাঠিয়ে দেওয়া হতে পারে। তার মধ্যেই সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে আলোচনা করছেন কংগ্রেস, এনসিপি নেতারা।
16:50 PM (IST) • 21 Nov 2019
মহারাষ্ট্রে সরকার গঠন প্রক্রিয়া ক্লাইম্যাক্সে পৌঁছল। শীর্ষ কংগ্রেস, এনসিপি নেতারা শিবসেনার সঙ্গে জোটের খুঁটিনাটি বিষয় নিয়ে নয়াদিল্লিতে আলোচনায় বসলেন। সূত্রের দাবি, তিন দলের সরকার গঠনের শর্তাবলী পাকা করে ফেলেছেন তাঁরা এবং কংগ্রেস, শিবসেনা ও এনসিপি, সকলেই বিধানসভায় নিজ নিজ শক্তি, বিধায়ক সংখ্যা অনুযায়ী মন্ত্রিত্ব ভাগাভাগি করতে সম্মত হয়েছে।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement