এক্সপ্লোর
Advertisement
Live Updates: জেএনইউ-এর উপাচার্যকে সরিয়ে দেওয়ার দাবি মুরলী মনোহর জোশীর
LIVE
Background
তিরুপ্পুর লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। তিরুপ্পুর ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 26 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 23জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে তিরুপ্পুর লোকসভা আসনের ভোটাররা ADMK -র V.Sathyabama -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি DMDK র N.Dineshkumar কে 179315 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
তিরুপ্পুর লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে AIADMK -র প্রার্থী দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগ্রাম 85346 ভোট পেয়েছিলেন।
- ১৯৫১ লোকসভা নির্বাচন- প্রথম লোকসভা নির্বাচনে তিরুপ্পুর আসনে ভারতের জাতীয় কংগ্রেস নির্দলভোটে জয়ী হয়েছিল।
20:44 PM (IST) • 09 Jan 2020
জেএনইউ-এ হিংসার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘পাঙ্গা’ ছবির প্রচার উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জেএনইউ-এ হামলা নিয়ে পড়ুয়াদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। জেএনইউ-এ দুই ধরনের ছাত্র সংগঠন আছে। কলেজে পড়ুয়াদের নিজেদের মধ্যে মারপিট খুব সাধারণ ঘটনা। আমি যখন চণ্ডীগড়ে ছিলাম, তখন মেয়েদের হস্টেলে থাকতাম। সেখানে ছেলেদের হস্টেলও ছিল। সেখানে বিভিন্ন অপরাধ, এমনকী খুনও সাধারণ ঘটনা ছিল। একবার আমাদের হস্টেলে একটি ছেলেকে মারতে এসেছিল কয়েকজন। হস্টেলের ম্যানেজার তাঁর প্রাণ বাঁচান। জেএনইউ-এ দু’পক্ষের লোকজনই জখম হয়েছে। তাহলে কেন এটিকে জাতীয় ইস্যু করা হচ্ছে? গুণ্ডাদের এত গুরুত্ব দেওয়া উচিত নয়। এই ধরনের গুণ্ডারা দেশের সর্বত্র আছে। ওদের পুলিশের হেফাজতে নিয়ে চড় কষালেই দম্ভ দূর হয়ে যাবে।’
19:59 PM (IST) • 09 Jan 2020
19:58 PM (IST) • 09 Jan 2020
19:58 PM (IST) • 09 Jan 2020
রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার আগেই শাস্ত্রী ভবনের কাছে জেএনইউ-এর কয়েকজন পড়ুয়াকে আটক করে দিল্লি পুলিশ। তাঁদের নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ থানায়। সেখান থেকে অবশ্য সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে। জেএনইউ-এর ছাত্র সংসদের অভিযোগ, সন্ধে ৬টার পর পর মহিলা পুলিশকর্মীদের হাজিরা ছাড়াই ছাত্রীদের আটক করা হয়।
19:41 PM (IST) • 09 Jan 2020
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement