LIVE UPDATES: Voting for Presidential election underway; NDA confident of victory
Presidential election latest news and updates

Background
পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 97,694,960 ও আয়তন 88,752 বর্গ কিলোমিটার। রাজ্যে বর্তমানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতাসীন। ২০১৪-র লোকসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 39.8 শতাংশ ভোট পেয়ে পশ্চিমবঙ্গে 34 আসনে জয়ী হয়েছিল ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টি 23 ভোট পেয়েছিল। পশ্চিমবঙ্গে মোট 7 দফায় ভোটগ্রহণ করা হয়েছিল। আজ সেই ভোট ফল ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। প্রতি মুহূর্তের তথ্যের জন্য এবিপি আনন্দে চোখ রাখুন।
পশ্চিমবঙ্গ লোকসভা আসনকোচবিহার লোকসভা আসন: কোচবিহার লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Nisith Pramanik, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Paresh Chandra Adhikary এবং ভারতের জাতীয় কংগ্রেস Ms. Priya roy chowdhuryকে প্রার্থী করেছে।
আলিপুরদুয়ার লোকসভা আসন: আলিপুরদুয়ার লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি John Barla, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Dasrath Tirkey এবং ভারতের জাতীয় কংগ্রেস Mohan lal basumataকে প্রার্থী করেছে।
জলপাইগুড়ি লোকসভা আসন: জলপাইগুড়ি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি DrJayanta Ray,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Bijoy Chandra Barman,ভারতের জাতীয় কংগ্রেস Mani kumar darnal এবং Communist Party of India (Marxist) Bhagirath Roy-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।দার্জিলিং লোকসভা আসন: দার্জিলিং লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Raju Singh Bisht,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Amar Singh Rai,ভারতের জাতীয় কংগ্রেস Shankar malakar এবং Communist Party of India (Marxist) Saman Pathak-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।রায়গঞ্জ লোকসভা আসন: রায়গঞ্জ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Deboshree Chaudhary,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Kanaia Lal Agarwal,ভারতের জাতীয় কংগ্রেস Smt. Deepa dasmunshi এবং Communist Party of India (Marxist) Md.Salim-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।বালুরঘাট লোকসভা আসন: বালুরঘাট লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Dr Sukanta Majumdar, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Arpita Ghosh এবং ভারতের জাতীয় কংগ্রেস Sadik sarkarকে প্রার্থী করেছে।
মালদহ উত্তর লোকসভা আসন: মালদহ উত্তর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Khagen Murmu,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Mausam Noor,ভারতের জাতীয় কংগ্রেস Isha khan chowdhury এবং Communist Party of India (Marxist) Biswanath Ghosh-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।মালদহ দক্ষিণ লোকসভা আসন: মালদহ দক্ষিণ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Sreerupa Mitra Chowdhury, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Dr MD Moazzem Hossain এবং ভারতের জাতীয় কংগ্রেস Abu hasem khan chowdhuryকে প্রার্থী করেছে।
জঙ্গীপুর লোকসভা আসন: জঙ্গীপুর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Mafuja Khatun,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Khalilur Rehman,ভারতের জাতীয় কংগ্রেস Abhijit mukherjee এবং Communist Party of India (Marxist) MD. Zulfikar Ali-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।বহরমপুর লোকসভা আসন: বহরমপুর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Krishna Juardar Arya, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Apurba Sarkar এবং ভারতের জাতীয় কংগ্রেস Adhir ranjan chowdhuryকে প্রার্থী করেছে।
মুর্শিদাবাদ লোকসভা আসন: মুর্শিদাবাদ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Humayun Kabir,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Janab Abu Taher Khan,ভারতের জাতীয় কংগ্রেস Abu hena এবং Communist Party of India (Marxist) Badruddaza Khan-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।কৃষ্ণনগর লোকসভা আসন: কৃষ্ণনগর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Kalyan Chaubey,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Mahua Motira,ভারতের জাতীয় কংগ্রেস Intaj ali shah এবং Communist Party of India (Marxist) Dr. Santanu Jha-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।রানাঘাট লোকসভা আসন: রানাঘাট লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Mukut Maoi Adhikari, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Rupali Biswas এবং ভারতের জাতীয় কংগ্রেস Smt. Minati biswasকে প্রার্থী করেছে।
বনগাঁ লোকসভা আসন: বনগাঁ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Shantanu Thakur,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Mamata Bala Thakur,ভারতের জাতীয় কংগ্রেস Sourav prasad এবং Communist Party of India (Marxist) Alokesh Das-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।ব্যারাকপুর লোকসভা আসন: ব্যারাকপুর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Arjun Singh, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Dinesh Trivedi এবং ভারতের জাতীয় কংগ্রেস M. D. Alamকে প্রার্থী করেছে।
দমদম লোকসভা আসন: দমদম লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Samik Bhattacharya,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Sougata Roy,ভারতের জাতীয় কংগ্রেস Saurav saha এবং Communist Party of India (Marxist) Nepaldeb Bhattacharya-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।বারাসত লোকসভা আসন: বারাসত লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Dr Mrinal Kanthi Debnath, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Dr Kakoli Ghosh Dastidar এবং ভারতের জাতীয় কংগ্রেস Smt. Subrota(rashu) duttaকে প্রার্থী করেছে।
বসিরহাট লোকসভা আসন: বসিরহাট লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Sayantan Basu, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Nusrat Jahan এবং ভারতের জাতীয় কংগ্রেস Quazi abdur rahimকে প্রার্থী করেছে।
জয়নগর লোকসভা আসন: জয়নগর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Dr Ashok Kandari, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Pratima Mondal এবং ভারতের জাতীয় কংগ্রেস Tapan mondalকে প্রার্থী করেছে।
মথুরাপুর লোকসভা আসন: মথুরাপুর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Shyama Prasad Halder, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Choudhary Mohan Jatua এবং ভারতের জাতীয় কংগ্রেস Krittibas sardarকে প্রার্থী করেছে।
ডায়মন্ড হারবার লোকসভা আসন: ডায়মন্ড হারবার লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Nilanjan Roy,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Abhishek Banerjee,ভারতের জাতীয় কংগ্রেস Soumya aich roy এবং Communist Party of India (Marxist) Dr. Fuad Halim-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।যাদবপুর লোকসভা আসন: যাদবপুর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Prof. Anupam Hazra, Communist Party of India (Marxist) Bikash Ranjan Bhattacharya এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Mimi Chakrabortyকে প্রার্থী করেছে।
কলকাতা দক্ষিণ লোকসভা আসন: কলকাতা দক্ষিণ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Chandra Kumar Bose,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Mala Roy,ভারতের জাতীয় কংগ্রেস Smt. Mita chakraborty এবং Communist Party of India (Marxist) Dr. Nandini Mukherjee (W)-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।কলকাতা উত্তর লোকসভা আসন: কলকাতা উত্তর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Rahul Sinha,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Sudip Bandyopadhyay,ভারতের জাতীয় কংগ্রেস Syed shahid imam এবং Communist Party of India (Marxist) Kaninika Bose (Ghosh) (W)-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।হাওড়া লোকসভা আসন: হাওড়া লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Rantidev Sen Gupta,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Prasun Banerjee,ভারতের জাতীয় কংগ্রেস Smt. Suvra ghosh এবং Communist Party of India (Marxist) Sumitra Adhikary-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।উলুবেড়িয়া লোকসভা আসন: উলুবেড়িয়া লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Joy Banerjee,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Sajda Ahmed,ভারতের জাতীয় কংগ্রেস Smt. Shoma ranisree roy এবং Communist Party of India (Marxist) Dr. Maksuda Khatun (W)-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।শ্রীরামপুর লোকসভা আসন: শ্রীরামপুর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Devjit Sarkar,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Kalyan Banerjee,ভারতের জাতীয় কংগ্রেস Debabrata Biswas এবং Communist Party of India (Marxist) Tirthankar Roy-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।হুগলী লোকসভা আসন: হুগলী লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Locket chaterjee, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Dr Ratna De Nag এবং ভারতের জাতীয় কংগ্রেস Pratul sahaকে প্রার্থী করেছে।
আরামবাগ লোকসভা আসন: আরামবাগ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Tapan Roy,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Aparupa Poddar,ভারতের জাতীয় কংগ্রেস Smt. Jyoti das এবং Communist Party of India (Marxist) Sakti Mohan Malik-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।তমলুক লোকসভা আসন: তমলুক লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Siddhartha Naskar,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Dibyendu Adhikari,ভারতের জাতীয় কংগ্রেস Dr. Lakshman chandra seth এবং Communist Party of India (Marxist) Sk. Ibrahim Ali-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।কাঁথি লোকসভা আসন: কাঁথি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Dr Debashish Samant,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Sisir Adhikari,ভারতের জাতীয় কংগ্রেস Dipak kumar das এবং Communist Party of India (Marxist) Paritosh Pattanayak-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।ঘাটাল লোকসভা আসন: ঘাটাল লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Bharati Ghosh, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Deepak Adhikari এবং ভারতের জাতীয় কংগ্রেস Khandakar mohammad saifullahকে প্রার্থী করেছে।
ঝাড়গ্রাম লোকসভা আসন: ঝাড়গ্রাম লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Dr Kunar Hembram,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Beerbaha Soren,ভারতের জাতীয় কংগ্রেস Jagyeswar hembram এবং Communist Party of India (Marxist) Deblina Hembram (W)-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।মেদিনীপুর লোকসভা আসন: মেদিনীপুর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Dilip Ghosh, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Dr Manas Bhunia এবং ভারতের জাতীয় কংগ্রেস Sambhunath chatterjeeকে প্রার্থী করেছে।
পুরুলিয়া লোকসভা আসন: পুরুলিয়া লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Jyotirmoy Mahto, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Dr Mriganka Mahato এবং ভারতের জাতীয় কংগ্রেস Nepal mahatoকে প্রার্থী করেছে।
বাঁকুড়া লোকসভা আসন: বাঁকুড়া লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Dr Subhash Sarkar,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Subrata Mukherjee,CPI (M) Amiya Patra এবং Communist Party of India (Marxist) Amiya Patra-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।বিষ্ণুপুর লোকসভা আসন: বিষ্ণুপুর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Soumitra Khan, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Shyamal Santra এবং ভারতের জাতীয় কংগ্রেস Narayan chandra khanকে প্রার্থী করেছে।
বর্ধমান পূর্ব লোকসভা আসন: বর্ধমান পূর্ব লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Paresh Chandra Das,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Sunil Kumar Mondal,ভারতের জাতীয় কংগ্রেস Siddhartha majumder এবং Communist Party of India (Marxist) Iswar Chandra Das-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।বর্ধমান - দুর্গাপুর লোকসভা আসন: বর্ধমান - দুর্গাপুর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি S. S. Ahluwaliya,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Mamtaz Sanghamita,ভারতের জাতীয় কংগ্রেস Ranajit mukherjee এবং Communist Party of India (Marxist) Abhas Roy Choudhury-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।আসানসোল লোকসভা আসন: আসানসোল লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Babul Supriyo,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Sreemati Dev Varma,ভারতের জাতীয় কংগ্রেস Biswarup mondal এবং Communist Party of India (Marxist) Gouranga Chatterjee-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।বোলপুর লোকসভা আসন: বোলপুর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Ram Prashad Das,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Asit Kumar Mal,ভারতের জাতীয় কংগ্রেস Abhijit saha এবং Communist Party of India (Marxist) Dr. Ram Chandra Dome-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।বীরভূম লোকসভা আসন: বীরভূম লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি Dudh Kumar Mondal,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস Satabdi Roy,ভারতের জাতীয় কংগ্রেস Imam hossain এবং Communist Party of India (Marxist) Dr. Rezaul Karim-কে ভোটের লড়াইয়ে নামিয়েছে।





















