এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
৬ ঘণ্টায় বিলি ১৪ লক্ষ মাস্ক, ছত্তিসগঢ়ের পুলিশের বিশ্ব রেকর্ড
দেশে দিন প্রতি গড়ে ৫০ হাজার করে মানুষ সংক্রমিত হচ্ছেন,প্রায় ১৮ লক্ষ আক্রান্ত, কিন্তু তবুও মানুষের গা ঢিলেমি কমছে না। কোভিডের বিধিনিষেধ না মেনে মুখে মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে কিছু মানুষ। সেই বেপরোয়াদের শায়েস্তা করতে কয়েকটি রাজ্য এরই মধ্যে মোটা টাকা জরিমানা আদায় করতে শুরু করেছে।
![৬ ঘণ্টায় বিলি ১৪ লক্ষ মাস্ক, ছত্তিসগঢ়ের পুলিশের বিশ্ব রেকর্ড 14 lakh masks distributed in 6 hours chattishgarh polices awareness campaign creates world record ৬ ঘণ্টায় বিলি ১৪ লক্ষ মাস্ক, ছত্তিসগঢ়ের পুলিশের বিশ্ব রেকর্ড](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/31002504/Mask.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি- ট্যুইটার
নয়াদিল্লি: মাত্র ৬ ঘণ্টা সময়ের মধ্যে ১৪ লক্ষ মানুষকে মাস্ক বিলি করে বিশ্বে নজির স্থাপন করে ফেলল ছত্তিশগঢ়ের রায়গঢ় জেলার পুলিশ। গত চার মাসে দেশের নানা প্রান্তে মানুষকে সাহায্য, সচেতন করার জন্য পুলিশের বিভিন্ন রকম ভূমিকা আলাদা করে চোখে পড়েছে। পুলিশ পাড়ায় পাড়ায় প্রচার করেছে, মাইকে বলেছে, গান গেয়ে প্রচার করেছে, কনটেনমেন্ট জোনে খাবার পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে, কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করেছে। এই কাজ করতে গিয়ে অনেক জায়গাতেই পুলিশকর্মীরা নিজেরা অসুস্থ হয়েছেন, এমনকী অনেকে আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন। কিন্তু শুধুমাত্র মাস্ক পরতে না বলে প্রচারে আটকে না থেকে ঝড়ের গতিতে মাস্ক বিতরণের যে উদ্যোগ ছত্তিশগড়ের রায়গঢ় জেলার পুলিশ নিয়েছে, তার তুলনা নেই।
দেশে দিন প্রতি গড়ে ৫০ হাজার করে মানুষ সংক্রমিত হচ্ছেন,প্রায় ১৮ লক্ষ আক্রান্ত, কিন্তু তবুও মানুষের গা ঢিলেমি কমছে না। কোভিডের বিধিনিষেধ না মেনে মুখে মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে কিছু মানুষ। সেই বেপরোয়াদের শায়েস্তা করতে কয়েকটি রাজ্য এরই মধ্যে মোটা টাকা জরিমানা আদায় করতে শুরু করেছে। অনেক জায়গায় লাঠিচার্জ করা হচ্ছে। তবে, ছত্তিসগঢ় প্রশাসন এখনও ধৈর্যের সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে লোকজনকে সচেতন করার। জরিমানা না করে, সরকারি সাহায্যে বিনামূল্যে মাস্ক বিলি করছে। আর তাতেই নজির গড়ে ফেলল ছত্তীসগঢ় পুলিশ।
'গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'-এর হিসেব বলছে, ছ-ঘণ্টায় জনগণের মধ্যে ১২.৩৭ লক্ষের উপর মাস্ক বিলি করে নজির গড়ে ফেলেছে তারা। তবে, সেই হিসেব যে অসম্পূর্ণ, আরও গোনার বাকি ছিল সে কথাও বলা হয়। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে চূড়ান্ত হিসেব দেন রায়গঢ়ের পুলিশসুপার সন্তোষকুমার সিং। তিনি জানান, ছ-ঘণ্টায় ১৪.৮৭ লক্ষ মাস্ক বণ্টন করা হয়েছে। যা সংখ্যার দিক দিয়ে ভারতের আর কোনও রাজ্যে তো নয়ই, বিদেশেও ঘটেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
বিজ্ঞান
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)