এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
পু্ঞ্চে যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানি সেনার শেলিংয়ে হত মহিলা সহ ২, জখম ৮
প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ অফিসার লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেছেন, পাক সেনা বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি ভেঙেছে। রাত আড়াইটে নাগাদ শাহপুর ও কিরনি সেক্টরে তারা ছোট অস্ত্র থেকে লাগাতার গুলি চালায়, মর্টার শেলিং করে।
জম্মু: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর গ্রামগুলিতে ও সামনের সারির চৌকিগুলির ওপর যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানি সেনার গুলিবর্ষণ, শেলিং হামলায় এক মহিলা সহ দুজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, আটজন জখম হয়েছেন। শাহপুর সেক্টরে পাক সেনার এই আক্রমণের খবরের সত্যতা স্বীকার করেছেন পুঞ্চের এসএসপি রমেশ আংগ্রাল। প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ অফিসার লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেছেন, পাক সেনা বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি ভেঙেছে। রাত আড়াইটে নাগাদ শাহপুর ও কিরনি সেক্টরে তারা ছোট অস্ত্র থেকে লাগাতার গুলি চালায়, মর্টার শেলিং করে। সেনাবাহিনীর চৌকিগুলি থেকেও এর পাল্টা জোরদার জবাব দেওয়া হচ্ছে, প্রত্যাঘাত চলছে। শাহপুর সেক্টরের বন্দি চিচিয়ান এলাকায় মর্টার শেলের টুকরো ছিটকে লেগে আঘাত পান সাধারণ বাসিন্দারা। মারাত্মক জখম দুই গ্রামবাসী ঘটনাস্থলেই প্রাণ হারান। এঁরা হলেন গুলনাজ, শোয়েইব। আহতদের পরে পুঞ্চের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁরা স্থিতিশীল বলে খবর।
পাক সেনার শেলিংয়ে সামনের দিকে চৌকির কাছাকাছি বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। গত শনিবার, রবিবারও পাকিস্তানি বাহিনী পুঞ্চের শাহপুর ও কাসবা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার সামনের এলাকায় শেলিং চালিয়েছ। পাল্টা জবাব দিয়েছে ভারতও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement