Sangrur Jail Clash: পাঞ্জাবের জেলে ঝামেলার জেরে চলল গুলি, মৃত ২ কয়েদি সহ জখম দুই
Sangrur Jail Clash: কয়েদিদের মধ্যে তমুল ঝামেলার জেরে গুলি চলল পাঞ্জাবের সাঙ্গরুর জেলে। এর ফলে দুজন কয়েদির মৃত্যু হওয়ার পাশাপাশি আরও দুজন জখম হয়েছেন। তাদের পাতিয়ালা হাসপাতালে ভর্তি করা হয়েছে
সাঙ্গরুর: জেলের মধ্যে তুমুল ঝামেলার জেরে চলল গুলি । এর ফলে মৃত্যু হল দুজন কয়েদির এবং জখম হয়েছেন আরও দুজন। শুক্রবার রাতে ঘটনাটি (Sangrur Jail Clash) ঘটেছে পাঞ্জাবের (Punjab) সাঙ্গরুর জেলে। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।
#WATCH | Punjab: 2 dead after a fight broke out between prisoners in Sangrur Jail
— ANI (@ANI) April 19, 2024
(Visuals from the hospital) pic.twitter.com/YqwMzsE7p3
জেলের আধিকারিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জেলের মধ্যে আচমকা ঝামেলা লেগে যায় কয়েদিদের মধ্যে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে গুলি চালানোর মতো ঘটানো ঘটে জেলের মধ্যে। এর ফলে দু-জনের মৃত্যু হওয়ার পাশাপাশি আর দু-জন কয়েদি গুরুতর জখমও হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাতিয়ালায় স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: Lok Sabha Election 2024: "নিজের অধিকার রক্ষায় ভোট দিন", বলছেন বিশ্বের 'ক্ষুদ্রতম' ভোটার
#WATCH | Dr Karandeep Kahel says, "A total 4 patients were brought to this hospital from jail. 2 were dead and 2 people are in serious condition, they were referred to Patiala for further treatment" pic.twitter.com/IOeIatzeXj
— ANI (@ANI) April 19, 2024
এপ্রসঙ্গে হাসপাতালের এক চিকিৎসক ডাঃ করণদীপ কাহেল বলেন, "মোট চারজন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দু-জনকে হাসপাতালে নিয়ে আসার পরেই মৃত বলে ঘোষণা করা হয়। আর বাকি দু-জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য পাতিয়ালা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।"
কেন জেলের মধ্যে এই ধরনের ভয়ানক ঘটনা ঘটল তার কারণ এখনও জানা যায়নি। বাকি কয়েদি ও শুক্রবার রাতে জেলের দায়িত্বে থাকা কর্মী এবং আধিকারিকদের জেরা করে কী করে এই ধরনের ঘটনা ঘটল তার তদন্ত করে দেখছে জেল কর্তৃপক্ষ। এদিকে বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখে দিয়েছে সাঙ্গরুরের প্রশাসনিক মহলে। ইতিমধ্যে একটি কমিটি গঠন করে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে কারা কর্তৃপক্ষ। দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।