এক্সপ্লোর
Advertisement
এবার বালিগঞ্জ, কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্ত
বালিগঞ্জের বাসিন্দা এই তরুণ ১৩ তারিখ লন্ডন থেকে ফিরেছেন।
কলকাতা: কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ মিলল। বালিগঞ্জের বাসিন্দা এই তরুণ ১৩ তারিখ লন্ডন থেকে ফিরেছেন। ইনিও ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে, তাঁর শরীরে পাওয়া গিয়েছে এই ভাইরাস। নাইসেড সূত্রে জানা গিয়েছে এ খবর।
এই তরুণ কলকাতায় ফেরার পর তাঁকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়। তাঁর কাশি ছিল, হালকা জ্বর রয়েছে, ফলে ১৭ তারিখ তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি-তে। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে পাঠানো হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ২ বন্ধু, তাঁদের নমুনাও পজিটিভ এসেছে। তবে এই দুই বন্ধুর একজন পঞ্জাবের ও অন্যজন ছত্তিশগড়ের বাসিন্দা। এঁদের রিপোর্ট পজিটিভ এসেছে শুনেই বালিগঞ্জের বাসিন্দা ওই ২২ বছরের তরুণ বাবার সঙ্গে বেলেঘাটা আইডি-তে আসেন।
১৩ তারিখ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন এই তরুণ। দিল্লিতে দেড় ঘণ্টা ছিলেন তিনি। এরপর আসেন কলকাতায়। ১৬ তারিখ থেকে শুরু হয় সর্দি কাশি, ১৭-য় ভর্তি করা হয় হাসপাতালে। কাল গভীর রাতে জানা যায়, তাঁর রিপোর্ট পজিটিভ। তাঁর বাবা মা, ভাই, দাদু, ঠাকুমাকেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বালিগঞ্জে তাঁর আবাসনেও নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর।
অল্পদিনের মধ্যে শুধু কলকাতাতেই ২জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। এর আগে মঙ্গলবার পঞ্চসায়রের বাসিন্দা এক তরুণের রিপোর্ট পজিটিভ আসে। তিনিও লন্ডন থেকে ফিরেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement