এক্সপ্লোর
একা বিমানে দিল্লি থেকে বেঙ্গালুরু গেল ৫ বছরের ছেলে, তিন মাস বাদে মায়ের কোলে
আচমকা মার্চের শেষ সপ্তাহে লকডাউন ঘোষণার জেরে চরম বিপাকে পড়েন নিজের শহর থেকে দেশের অন্যত্র যাওয়া মানুষজন। পরিবহণ স্তব্ধ হওয়ায় অন্য শহরে গিয়ে বিহানের মতো আটকে পড়েন তাঁরা।

বেঙ্গালুরু: নোভেল করোনাভাইরাস সংক্রমণের চেন ভাঙতে সারা দেশে চালু হওয়া লকডাউনে বন্ধ ছিল গণপরিবহণ। ট্রেন, বিমান, বাস-ট্রাম, ট্যাক্সি স্তব্ধ ছিল সবই। লকডাউনের চতুর্থ পর্ব শেষ হওয়ার মুখে দুমাস বাদে দেশে ঘরোয়া বিমান যোগাযোগ ফের চালু হল সোমবার। দেশের এক শহর থেকে আরেক শহরে এল, গেল বিমান। এমনই এক বিমানে দিল্লি থেকে একা বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক এয়ারপোর্ট পৌঁছল ৫ বছরের বিহান শর্মা। তিন মাস বাদে মায়ের কাছে গেল সে।
Welcome home, Vihaan! #BLRairport is constantly working towards enabling the safe return of all our passengers. https://t.co/WJghN5wsKw
— BLR Airport (@BLRAirport) May 25, 2020
তার মা টেনশন করছিলেন, ছেলে একা পারবে কি ঠিকঠাক পৌঁছতে? অবশেষে উদ্বেগের অবসান। ‘স্পেশাল ক্যাটাগরি’ টিকিটের যাত্রী বিহান ঠিকমতোই এল মায়ের কাছে। তাকে বুকে টেনে নিলেন মা। সাংবাদিকদের বললেন, আমার ৫ বছরের ছেলে বিহান একা দিল্লি থেকে সফর করল। তিন মাস বাদে বেঙ্গালুরু ফিরল। হলুদ রঙা পোশাকের সঙ্গে রং ম্যাচ করানো মাস্ক, নীল গ্লাভসে বিহানও খুশি মাকে পেয়ে। আচমকা মার্চের শেষ সপ্তাহে লকডাউন ঘোষণার জেরে চরম বিপাকে পড়েন নিজের শহর থেকে দেশের অন্যত্র যাওয়া মানুষজন। পরিবহণ স্তব্ধ হওয়ায় অন্য শহরে গিয়ে বিহানের মতো আটকে পড়েন তাঁরা। আজ সকাল ৯টা পর্যন্ত বেঙ্গালুরু বিমানবন্দরে নেমেছে ৫টি ফ্লাইট, ১৭টি বিমান রওনা হয় সেখান থেকে। বাতিল হয় ৯টি ফ্লাইট। দেশের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরী গতকাল দিনভর একাধিক রাজ্য সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চালান ঘরোয়া উড়ান চালুর জন্য। রাজ্যগুলির এ ব্যাপারে দ্বিধা-সংশয় ছিল। দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে আজ পরিষেবা চালু হয়। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















