Farmer Protest Tractor March: কৃষক বিক্ষোভের এক বছর পূর্তি, সংসদের উদ্দেশে ট্র্যাক্টর মার্চ করবেন ৫০০ কৃষক
Farmers Agitation: সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন প্রতিদিন ৫০০ কৃষক প্রতিদিন শান্তিপূর্ণ ট্র্যাক্টর মার্চে অংশ নেবেন।
নয়া দিল্লি: কৃষি আইনের (Farm Law) বিরুদ্ধে কেন্দ্রের (Center)বিরুদ্ধে যে লড়াই জারি রেখেছিল দেশের কৃষকরা, তার এক বছর পূর্তি হতে চলেছে। সম্মিলিত কিষাণ মোর্চা (এসকেএম) সোমবার জানিয়েছে এই বর্ষপূর্তি উপলক্ষে সংসদের উদ্দেশে যাত্রা করবেন তাঁরা। দেশের সব কৃষকদের (Farmers) এ বিষয়ে আহ্বানও জানান হয়েছে।
সংবাদসংস্থা পিটিআই কৃষক মোর্চাকে উদ্ধৃত করে জানিয়েছে, সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন প্রতিদিন ৫০০ কৃষক প্রতিদিন শান্তিপূর্ণ ট্র্যাক্টর মার্চে অংশ নেবেন। সোমবার সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ) শীতকালীন অধিবেশন ২৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত করার সুপারিশ করেছিল।
এও জানান হয়েছে যে ২৬ নভেম্বর বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের এক বছর পূর্ণ হওয়ার কয়েকদিন পর পরিকল্পিত ট্র্যাক্টর মার্চ শুরু হবে। এই এসকেএম হল কৃষক আন্দোলনের নেতৃত্বদানকারী ৪০টি কৃষক ইউনিয়নের একটি সম্মিলিত সংগঠন। সোমবার রাজধানী দিল্লিতে একটি সভা করার পরে ট্র্যাক্টর মার্চের ঘোষণা করে তারা।
আরও পড়ুন, কোভিড ভ্যাকসিন নিয়ে কোটিপতি, মুহূর্তে ৭.৪ কোটি টাকা পেলেন মহিলা
এরপর সারা ভারতে ব্যাপকভাবে আন্দোলনের এক বছর পালন করবে এই সংগঠন, এমনটাই জানান হয়েছে। এসকেএম সিদ্ধান্ত নিয়েছে যে ২৯ নভেম্বর থেকে এই সংসদ অধিবেশনের শেষ অবধি, ৫০০ জন নির্বাচিত কৃষক প্রতিদিন ট্রাক্টর করে সংসদে যাবেন শান্তিপূর্ণভাবে এবং পূর্ণ শৃঙ্খলা মেনে। তবে তাঁদের এই প্রতিবাদ করার অধিকার দিতে হবে বলে দাবি করেছে কৃষক সংগঠনটি।
বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের উপর "চাপ বাড়ানোর জন্য" এই মার্চপাস্ট করবেন তাঁরা। এসকেএম জানায়, "যে দাবীগুলিকে দেশজুড়ে কৃষকরা একটি ঐতিহাসিক সংগ্রাম শুরু করেছে, সেই দাবিগুলি মেনে নিতে বাধ্য করতে কেন্দ্রের বিরুদ্ধে এই লড়াই।" গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তিনটি কৃষি আইন পাস করলে এর বিরুদ্ধে গত বছরের ২৬ নভেম্বর থেকে ভারতের লাখ লাখ কৃষক রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। এরপর সরকারের সঙ্গে কয়েক দফায় কৃষক নেতাদের আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি।