Mahakumbh 2025 : শুরু মহাকুম্ভ। পৌষ পূর্ণিমায় সকালেই ত্রিবেণী সঙ্গমে ৬০ লক্ষ মানুষের অবগাহন
ABP Ananda LIVE : শুরু মহাকুম্ভ। চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। পৌষ পূর্ণিমায় সকালেই ত্রিবেণী সঙ্গমে ৬০ লক্ষ মানুষের অবগাহন। কাল থেকে শুরু শাহি স্নান।
প্রয়াগরাজে শুরু হল মহা কুম্ভের মেলা। আজ পৌষ পূর্ণিমায় প্রথমদিন পুণ্যস্নান করলেন পুণ্যার্থীরা। সকাল থেকে স্নান করেছেন প্রায় ৬০ লক্ষ মানুষ। বিশ্বের বৃহত্তম সমাবেশ হিসেবে পরিচিত, বহু পুরনো কুম্ভ মেলা প্রয়াগরাজে ৪০ কোটিরও বেশি পুণ্যার্থীকে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সামগ্রিক জনসংখ্যার চেয়েও বেশি।
১২ বছর পর এই অনুষ্ঠান হচ্ছে। ৪ হাজার হেক্টর জায়গার উপর এর আয়োজন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। আশা করা হচ্ছে, এই মেলা থেকে দেশের সবথেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের আর্থিক পরিস্থিতি দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে। ৪৫ দিনের মেগা ইভেন্টের জন্য ৭ হাজার কোটি টাকা বিনিয়োগও করা হয়েছে।
আশা করা হচ্ছে, মহা কুম্ভের হাত ধরে ২ লক্ষ কোটি টাকা আর্থিক বৃদ্ধি হতে পারে উত্তরপ্রদেশে। পরিসংখ্যান অনুযায়ী, এই মেলায় ৪০ কোটি মানুষের জমায়েত হতে পারে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকে যদি গড়ে ৫ হাজার টাকা করেও খরচ করেন, তাহলে সামগ্রিক আয় গিয়ে পৌঁছবে ২ লক্ষ কোটি টাকায়।
সংবাদ সংস্থা IANS শিল্প ক্ষেত্র ধরে সম্ভাব্য আয়ের বিবরণ দিয়েছে। সেই অনুযায়ী, জনপ্রতি খরচের পরিমাণ ১০ হাজার টাকায়ও পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে সামগ্রিক আর্থিক রোজগার গিয়ে পৌঁছতে পারে ৪ লক্ষ কোটি টাকাতেও। এটি নামমাত্র এবং প্রকৃত জিডিপি উভয়েই ১ শতাংশের বেশি বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।


















