Indonesia Earthquake: ৭.৭ তীব্রতায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, পর পর আফটারশক, রেশ পৌঁছল সুদূর অস্ট্রেলিয়াতেও
Tsunami Alert: কম্পনের উৎসস্থল ছিল ভূগর্ভের ৯০ কিলোমিটার নিচে। তবে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, উত্তর অস্ট্রেলিয়াতেও তার প্রভাব অনুভূত হয়েছে।
জাকার্তা: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia Earthquake)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬। ইন্দোনেশিয়র তানিম্বর দ্বীপপুঞ্জের কাছে পূর্বে তিমোর-লিস্তে এলাকায় মঙ্গলবার ভূমিকম্প হয়। কম্পনের উৎসস্থল ছিল ভূগর্ভের ১৩০ কিলোমিটার নিচে। তবে কম্পনের তীব্রতা ছিল অত্যন্ত বেশি। তার আবার পর পর চারটি আফটারশক (Aftershocks) অনুভূত হয়, যার রেশ উত্তর অস্ট্রেলিয়াতেও অনুভূত হয়েছে।
কম্পনের উৎসস্থল ছিল ভূগর্ভের ১৩০ কিলোমিটার নিচে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তানিম্বর দ্বীপপুঞ্জ। ইন্দোনেশিয়ার পূর্বের মালুকু প্রদেশে ৩০টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত তানিম্বর। নমঙ্গলবার তীব্র কম্পন অনুভূত হলে, আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেরিয়ে যান সেখানকার বাসিন্দারা। শুধু ভূমিকম্পই নয়, পর পর চার বার আফটারশকও অনুভূত হয়েছে, যার রেশ পৌঁছেছে সুদূর অস্ট্রিলিয়াতেও। দেশের উত্তরের ডারউইনে কম্পন অনুভূত হয়।।
ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার বিপর্যয় সংস্থার তরফে জানানো হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত, সেখানে ১৫টি বাড়ি, দু'টি স্কুল ভেঙে পড়েছে। একজন আহত হয়েছেন। চ৩-৫ সেকেন্ড পর্যন্তই কম্পন স্থায়ী হয়েছিল বলে জানায় তারা। মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে, ২টো বেজে ৪৭ মিনিটে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। তার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে সকাল ৫টা বেজে ৪৩ মিনিটে প্রত্যাহার করে নেওয়া হয় সেই সুনামি সতর্কতা (Tsunami Alert)।
আরও পড়ুন: Viral Video: ৬ লক্ষ টাকার 'হার্লে ডেভিডসন' বাইকে দুধ বিক্রি করছেন দুধওয়ালা, ভাইরাল ভিডিও
ইন্দোনেশিয়ার- বিপর্যয় সংস্থা জানায় , ভূমিকম্পের পর উৎসস্থলের আশেপাশে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায়। তবে তার জেরে সমুদ্রের জলস্তর উদ্বেগজনক জায়গায় পৌঁছয়নি। তবে উপকূলের কাছে যে সমস্ত মানুষের বসবাস, তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে সুনামি সতর্কতা আপাতত প্রত্যাহার করা হয়েছে।
অন্য দিকে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের তীব্রতা ৭.৬ ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান মনেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। আমেরিকার জিওলজিক্যাল সার্ভেও তীব্রতা ৭.৬ বলেউই জানিয়েছে। পর পর যে চারটি আফটারশক অনুভূত হয়, রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৫.৫।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অগ্নিবলয়ের একেবারে শীর্ষে
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অগ্নিবলয়ের একেবারে শীর্ষে। বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ পাঁচটি জায়গার মধ্যে অন্যতম। ফলে বছর ভর সেখানে ভূমিকম্প লেগেই থাকে। এর আগে, নভেম্বর মাসেই ৫.৬ তীব্রতায় ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়। তাতে ৩০০-র বেশি মানুষ মারা জান। ক্ষয়ক্ষতি হয় বিপুল।