এক্সপ্লোর
'পরিযায়ী শ্রমিকদের খিদে মেটাতে', জমানো সবটুকু দিল ৭ বছরের খুদে!
‘আঙ্কল, আমি ৮৪৫ টাকা জমিয়েছি।এটা আমি আপনাকে দিতে চাই, তামিলনাডুতে করোনা রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য।’

চেন্নাই: করোনার বিরুদ্ধে লড়তে এককাট্টা গোটা বিশ্ব। সারা পৃথিবীর অনেক তারকাই বড় অঙ্কের অনুদান নিয়ে এগিয়ে আসছেন সাহায্য করতে। কোনও দানই ক্ষুদ্র নয়, এই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। এবার করোনা ত্রাণ তহবিলে টাকা দিল ৭ বছরের এক খুদে, সঈদ অনিস। এতদিন ধরে একটু একটু করে জমানো ৮৪৫ টাকা তুলে দিল সে তামিলনাডুর মুখ্যমন্ত্রীর তহবিলে। সঙ্গে একটা চিঠি। যাতে লেখা, ‘আঙ্কল, আমি ৮৪৫ টাকা জমিয়েছি।এটা আমি আপনাকে দিতে চাই, তামিলনাডুতে করোনা রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য।’ কেন এই টাকা দিল সে? ছোট্ট অনিসের উত্তর, যেসব পরিযায়ী শ্রমিকরা পথ হেঁটে চলেছেন, তাঁদের খিদে মেটানোর জন্যই এই টাকা। শুধু তাই নয়, ক্লাসের দুই বন্ধুর সঙ্গেও কথা বলেছে অনিস, তারাও নাকি কথা দিয়েছে তাদের জমানো টাকা করোনা তহবিলে দেবে বলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















