Aadhaar-Pan Linking: দুই কার্ডে আলাদা জন্ম তারিখ, কীভাবে লিঙ্ক করবেন আধার-প্যান ?
আধার ও প্যান কার্ডে আলাদা জন্মের তারিখ থাকায় লিঙ্ক করা যাচ্ছে না দুই কার্ড।আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে বলা হয়েছে গ্রাহকদের। কীভাবে করবেন সমস্যার সমাধান?
নয়াদিল্লি: জন্মের তারিখ নিয়ে তৈরি হয়েছে সমস্যা। আধার ও প্যান কার্ডে আলাদা জন্মের তারিখ থাকায় লিঙ্ক করা যাচ্ছে না দুই কার্ড। কীভাবে করবেন সমস্যার সমাধান? আধার-প্যান লিঙ্ক করবেন কোন উপায়ে ?
আধার কার্ডের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। এরপরও গ্রাহকদের সুবিধার্থে আধারের সঙ্গে প্যান যোগ করার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে বলা হয়েছে গ্রাহকদের। যদিও দুই কার্ড লিঙ্ক করতে গিয়ে এখনও সমস্যায় পড়ছেন অনেকেই। বেগতিক দেখে সমস্যার সামাধানে নেমেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
আধারের অফিশিয়াল সাইটেই 'ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়শ্চেন'(FAQ) বা বার বার করা প্রশ্নের বিষয়ে তথ্য দিয়েছে UIDAI। যেখানে বলা হয়েছে, কেউ আধার কার্ডে জন্মের প্রমাণপত্রের সঙ্গে তারিখ জমা দিলে তা 'ভেরিফায়েড' বা যাচাই করা হয়েছে বলে ধরা হয়।একইভাবে কেউ জন্মের তারিখ দিলেও প্রমাণ জমা না দিলে তা 'ডিক্লেয়ার্ড' বা ঘোষিত বলে ধরা হয়।
আধার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অনেক ক্ষেত্রে কারও প্যান ও আধার কার্ডের জন্মের তারিখ আলাদা হতে পারে। সেই সময় আধার-প্যান লিঙ্ক করা সম্ভব হয় না।এই ধরনের পরিস্থিতিতে যেকোনেও একটি কার্ডে নিজের জন্মের তারিখ বদল করে দুটো কার্ডে তথ্য সমান করতে হয়। এই কাজ সম্পন্ন হলেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা সম্ভব হবে। কারণ দুটি কার্ড লিঙ্ক করতে গেলে নাম, জেন্ডার ও জন্মের তারিখ এক হতে হবে।
দুটো কার্ডে নাম আলাদা হলে কী করবেন ?
এই ক্ষেত্রে আধার অথবা প্যান কার্ডের ডেটাবেসে গিয়ে সেই তথ্য পরিবর্তন করতে হবে। নামের বানান অথবা নাম শুধরে দুই কার্ডে এক করতে হবে নাম। আধার কার্ডে নাম পরিবর্তন করতে হলে কাছের স্থায়ী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। এখানে নিজের নাম, বয়স, ঠিকানা মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন আপনি। তবে এই তথ্য বদলাতে প্রামাণ্য নথি দেখাতে হবে এনরোলমেন্ট সেন্টারে।