এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানে পালিয়ে গিয়ে অস্ত্র, মাদক, জাল নোটের ব্যবসা ফেঁদেছে ১০ জঙ্গি, জানালেন নিরাপত্তারক্ষীরা
সীমান্তের দু’টি জায়গায় ব্যবসা বন্ধ করে দেওয়া হলেও, এই জঙ্গিরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা হয় পাকিস্তানের ইসলমাবাদ বা রাওয়ালপিন্ডি অথবা পাক-অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে আছে। এমনই জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা।
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর থেকে পাকিস্তানে পালিয়ে গিয়ে আইএসআই-এর মদতে অস্ত্র, মাদক, সন্ত্রাসবাদীদের হাতে জাল নোট পৌঁছে দেওয়া, বিচ্ছিন্নতাবাদীদের অর্থের জোগান দেওয়ার ব্যবসা ফেঁদে বসেছে ১০ জঙ্গি। সীমান্তের দু’টি জায়গায় ব্যবসা বন্ধ করে দেওয়া হলেও, এই জঙ্গিরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা হয় পাকিস্তানের ইসলমাবাদ বা রাওয়ালপিন্ডি অথবা পাক-অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে আছে। এমনই জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা।
এক আধিকারিক জানিয়েছেন, ‘আইএসআই-এর মদতে উপত্যকায় অশান্তি ছড়ানোর জন্য অর্থের জোগান দেওয়ার লক্ষ্যে বাদাম, খেজুর, শুকনো ফল, আম, বেআইনি অস্ত্র, মাদক, জাল নোটের ব্যবসা করছে জঙ্গিরা। সীমান্তে ব্যবসা বন্ধ হওয়ার অপব্যবহার করছে জঙ্গিরা। তদন্ত করে এ বিষয়ে প্রমাণ মিলেছে।’
অস্ত্র চোরাচালান, মাদক পাচার, জাল নোটের কারবার বন্ধ করার লক্ষ্যে গত সপ্তাহেই সীমান্তে দু’টি পথে ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সরকার। জঙ্গিরা এরই সুযোগ নিচ্ছে বলে খবর। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, ব্যবসা থেকে পাওয়া অর্থ বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের দেওয়া হচ্ছে। এটা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement