এক্সপ্লোর
Advertisement
স্কুল থেকে ফেরার সময় গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা, দিল্লির হাসপাতালে আজ আগ্রার কিশোরীর মৃত্যু
আগ্রা: গতকাল স্কুল থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ১৫ বছরের কিশোরীটি মৃত্যুর সঙ্গে যুদ্ধে জিততে পারল না। আজ দিল্লির সফদরজং হাসপাতালে মারা গিয়েছে সে। কাল বেলা দুটো নাগাদ আগ্রার জনবহুল রাস্তার ওপর দুষ্কৃতীরা গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় তাকে।
ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী। গতকাল দুপুর দুটো নাগাদ গ্রামের স্কুল থেকে ফেরার পথে দুই যুবক তার পথ আটকায়। তাদের মাথা হেলমেটে ঢাকা ছিল বলে খবর। এরপর মেয়েটির গায়ে পেট্রোল ঢেলে লাইটার জ্বালিয়ে দেয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় একটি স্কুল বাসের চালক মেয়েটিকে জ্বলন্ত অবস্থায় দেখতে পান। বাসের ভেতরে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভান তিনি। শরীরের ৭৫ শতাংশ জ্বলে যাওয়া মুমূর্ষু কিশোরীকে ভর্তি করা হয় আগ্রার এসএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠায় দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
কারা এই কাণ্ড করল তা ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও জানতে পারেনি পুলিশ। কিশোরীর পরিবারের দাবি, কারও সঙ্গে তাদের কোনও ঝামেলা ছিল না, মেয়েটিও কেউ তাকে উত্যক্ত করে বলে কখনও তাদের জানায়নি। সব থেকে গুরুত্বপূর্ণ হল, যেখানে এই ভয়াবহ ঘটনা ঘটেছে তা রীতিমত ব্যস্ত এলাকা। বেলা দুটোর সময় এই এলাকা রোজ সরগরম থাকে। সেখানে হাজারটা চোখের সামনে দুষ্কৃতীরা কীভাবে জলজ্যান্ত একটি মেয়েকে জ্বালিয়ে দিল তা পুলিশকে ভাবাচ্ছে। আগ্রা পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য কয়েকটি টিম গঠন করেছে তারা, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের গ্রেফতার করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement