এক্সপ্লোর
৩০ জানুয়ারি অবধি আত্মসমর্পনের সময় দেওয়ার জন্য সজ্জনকুমারের আর্জি খারিজ

নয়াদিল্লি: ১৯৮৪ তে শিখ বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত সজ্জনকুমারকে ৩১ ডিসেম্বর অবধি সময় দেওয়া হয়েছিল। সেই সময় বাড়ি্য়ে ৩০ শে জানুয়ারি করার আবেদন জানিয়েছিলেন সজ্জন। শুক্রবার দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। জাস্টিস এস মুরলীধর ও জাস্টিস বিনোদ গোয়েলের বেঞ্চ এই রায় দিয়ে জানান, সজ্জনকুমারকে এই বাড়তি সময় দেওয়ার আবেদন ভিত্তিহীন। ৭৩ বছরের সজ্জন পরিবারিক বেশ কিছু বিষয় ও সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতের কাছে তিনি এই সময় চেয়েছিলেন। তিনি জানিয়েছেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। সজ্জনকুমারের আইনজীবী অনিল ধর্মা জানান, তাঁর মক্কেল এখনও ঘটনার আকস্মিকতা সামলে উঠতে পারেননি। তিনি নিজেকে নির্দোষ মনে করেন। ১৯৮৪ তে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর হত্যার ঘটনার পর শিখ-বিরোধী দাঙ্গায় দিল্লির রাজনগর অঞ্চলে ৫ জন শিখ ধর্মাবলম্বীকে খুন করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় গুরুদ্বার। সেই ঘটনাতেই সজ্জনকুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















