এক্সপ্লোর
দুমাস আগে নাবালিকা ধর্ষণে ২ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড মধ্যপ্রদেশে

মন্দশৌর (মধ্যপ্রদেশ): ৮ বছরের নাবালিকা ধর্ষণে দুজনকে দোষী ঘোষণা করে মৃত্যুদণ্ড দিল মধ্যপ্রদেশের এক বিশেষ আদালত। ২০ বছরের ইরফান ওরফে ভাইয়ু ও ২৪ বছরের আসিফকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেন বিশেষ বিচারক নিশা গুপ্তা। সরকারি কৌঁসুলি বি এস ঠাকুর জানান, ভারতীয় দণ্ডবিধিতে নতুন অন্তর্ভূক্ত হওয়া ৩৭৬ ডিবি (১২ বছরের কম মেয়েকে এক বা একাধিক ব্যক্তির ধর্ষণের সাজা) ধারায় ওই দুজনের ব্যাপারে রায় দেন তিনি। ২ মাস আগে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল। গত ২৬ জুন সে মন্দশৌরে স্কুলের বাইরে বাবার আসার অপেক্ষা করছিল। তাকে অপহরণ করে ধর্ষণ করে ওই দুজন। এমনকী গলা কেটে তাকে মেরে ফেলার চেষ্টাও করে তারা। ধস্তাধস্তিতে মেয়েটির ঘাড়ে, মুখে, মাথায় ও গোপনাঙ্গে আঘাত লাগে। ইন্দোরে তার চিকিত্সা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা সংক্রান্ত পকসো আইনের প্রাসঙ্গিক ধারাগুলি প্র্রয়োগ করা হয়। এই ধর্ষণের ঘটনায় ক্ষোভের মাত্রা এতটাই চরমে পৌঁছেছিল যে, আজ দোষীদের সাজা ঘোষণার পর আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় একজনকে মারে এক ব্যক্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















