এক্সপ্লোর
রাষ্ট্রপতি ভবনের কাছে ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেফতার ২ মার্কিন নাগরিক
রাষ্ট্রপতি ভবনের কাছে ড্রোন ওড়ানো নিষিদ্ধ।

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনের কাছে ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে। তাঁদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ধৃতরা বাবা-ছেলে। তাঁদের জেরা করা হচ্ছে। রাষ্ট্রপতি ভবনের কাছে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। দিল্লি পুলিশ সূত্রে খবর, সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওই দুই নাগরিক। তাঁদের ড্রোনের সঙ্গে যুক্ত ভিডিও ক্যামেরার মাধ্যমে সেন্ট্রাল সেক্রেটারিয়েটের ছবি তোলা হয়। কয়েকটি ছবি উদ্ধার করেছেন তদন্তকারীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















