এক্সপ্লোর
Advertisement
লোকসভা ভোটে বিজেপির হয়ে দাঁড়াতে পারেন বীরেন্দ্র সহবাগ
নয়াদিল্লি: ব্যাট হাতে এক সময় ক্রিকেট মাঠে ঝড় তুলতেন তিনি। এবার কি চেনা ক্রিজ ছেড়ে অচেনা মাঠে খেলতে চলেছেন বীরেন্দ্র সহবাগ? শোনা যাচ্ছে, এই লোকসভা ভোটে বিজেপির হয়ে হরিয়ানা থেকে ভোটে দাঁড়াতে পারেন তিনি। লড়বেন রোহতক আসন থেকে।
গত লোকসভা ভোটে কংগ্রেস জিতেছিল রোহতক কেন্দ্র। ২০১৪-র মারাত্মক নরেন্দ্র মোদী ঝড়েও রোহতক কবজা করতে পারেনি বিজেপি, ওখানকার সাংসদ কংগ্রেসের দীপেন্দ্র হুডা। কিন্তু আর এবার শোনা যাচ্ছে, হরিয়ানা বিজেপি লোকসভা ভোটের সম্ভাব্য প্রার্থীদের যে তালিকা তৈরি করেছে, তাতে সহবাগের নাম রয়েছে। সহবাগ জাঠ, রোহতকে জাঠেদের সংখ্যাধিক্য। তিনি খোলাখুলিভাবে বিজেপির নীতির সমর্থক, ফলে এবারের ভোটে বিজেপি তাঁকে দাঁড় করাতে পারে বলে খবর।
এর আগে অল্পদিন আগে অবসর নেওয়া ক্রিকেটার গৌতম গম্ভীরকে নিয়েও খবর রটে, যে তিনি দিল্লি থেকে বিজেপির হয়ে ভোটে লড়বেন। কিন্তু গৌতম নিজেই খারিজ করেন সেই খবর।
পাশাপাশি শোনা যাচ্ছে, বিখ্যাত সুফি গায়ক হংসরাজ হংসও হরিয়ানার আম্বালা থেকে বিজেপির হয়ে ভোটে লড়তে পারেন। আম্বালা বিজেপির আসন, এখানকার সাংসদ রতনলাল কাটারিয়া। গত লোকসভা ভোটে হরিয়ানার ১০টি আসনের মধ্যে বিজেপি ৭টিই জেতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement