এক্সপ্লোর
Advertisement
চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কাজের ধরন বদলাবে, সুযোগ বাড়বে, দাবি প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: প্রযুক্তিগত উন্নতির ফলে চাকরি হারানোর আশঙ্কা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম সেন্টারের উদ্বোধন করে তিনি বলেছেন, ‘আমাদের বৈচিত্র্য, জনসংখ্যা, দ্রুত বেড়ে চলা এবং ডিজিট্যাল পরিকাঠামো ভারতকে গবেষণা ও প্রয়োগের ক্ষেত্রে বিশ্বের অন্যতম কেন্দ্র করে তুলতে পারে।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘প্রথম ও দ্বিতীয় শিল্প বিপ্লব যখন হয়েছিল, তখন ভারত স্বাধীন ছিল না। তৃতীয় শিল্প বিপ্লবের সময় ভারত সদ্য স্বাধীন হওয়ার পর বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করছিল। চতুর্থ শিল্প বিপ্লবে ভারতের অবদান বিস্ময়কর হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, যান্ত্রিক শিক্ষা, ইন্টারনেট, ব্লকচেন ও তথ্যভাণ্ডার ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।’
নিজের সরকারের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘টেলিডেনসিটি ৯৩ শতাংশ বেড়ে গিয়েছে। এখন প্রায় ৫০ কোটি ভারতীয়র হাতে মোবাইল ফোন আছে। ভারতীয়রাই সবচেয়ে বেশি মোবাইল ডেটা ব্যবহার করেন। এদেশেই মোবাইল ডেটার খরচ সবচেয়ে কম। গত চার বছরে ভারতে মোবাইল ডেটার ব্যবহার ৩০ গুণ বেড়ে গিয়েছে। ১২০ কোটি ভারতীয়র আধার আছে। আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েতকে অপটিক ফাইবারে সংযুক্ত করার কাজ শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement