এক্সপ্লোর
Advertisement
মাথা নীচে, পা ওপরে, ঝুলে থেকে ১৩ মিনিটে ১১১টি তীর ছুঁড়ে নজির ৫ বছরের মেয়ের
১৩ মিনিটে ১১১টি তীর ছুঁড়ে নজির গড়েছে চেন্নাইয়ের সঞ্জনা। তাই মাথা নিচে পা ওপরে করে! তীরন্দাজের বয়স? মাত্র ৫ বছর!
চেন্নাই: ১৩ মিনিটে ১১১টি তীর ছুঁড়ে নজির গড়েছে চেন্নাইয়ের সঞ্জনা। তাই মাথা নিচে পা ওপরে করে! তীরন্দাজের বয়স? মাত্র ৫ বছর! চমকে উঠবেন না। এমনই অবাক কাণ্ড ঘটিয়ে স্বাধীনতা দিবসে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নিজের জায়গার দাবি জানাচ্ছে চেন্নাইয়ের এই খুদে।
আপসাইড ডাউন পজিশানে তীর ছুঁড়ে ১৩ মিনিটে ১৫ সেকেন্ডে তাক লাগিয়ে দিয়েছে সঞ্জনা। আবেদন মঞ্জুর হলে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস-এ ক্রীড়া বিভাগে সঞ্জনাই হবে পর্যন্ত সবচেয়ে ছোট তীরন্দাজ। এর আগে ৪ মিনিটে ৬টি তীর বা ২০ মিনিটে ৩০টি তীর ছোঁড়ার রেকর্ড কয়েছে। সঞ্জনার ট্রেনার সিহান হুসেনি বলছেন, নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে সঞ্জনা। আমরা ওর রেকর্ডকে গিনিস বুকের অন্তর্ভূক্ত করার আবেদন করেছি।
অন্যদিকে ছোট্ট সঞ্জনাকে অলিম্পিক্সসের মঞ্চে দেখতে চান বাবা প্রেম। বলছেন, 'প্রত্যেক স্বাধীনতা দিবসেই নিজের রেকর্ড ভাঙতে চায় সঞ্জনা। ওর ১০ বছর বয়স হলেই ওকে অলিম্পিক্সসের জন্য ট্রেনিং দেওয়া শুরু করব। আশা করছি ও দেশের জন্য সোনা আনবে।'
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আর্চারি অ্যাসোসিয়েশানের সেক্রেটারি জেনারেল প্রমোদ চন্দুরকর। আর্চারি অ্যাসোসিয়েশানের প্রধান বীরেন্দ্র সাচদেবার এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন। অনলাইনে এই অনুষ্ঠানটির বিচারক ছিলেন সিএস মোনিয়াম। তিনিই সঞ্জনার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস-এ পাঠানোর কথা বলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement