এক্সপ্লোর
অবসর গ্রহণের আগে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ
এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে থাকাকালীন শেষ মাসে গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছিলেন দীপক মিশ্র, জে এস খেহর ও টি এস ঠাকুর।

নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায় ঘোষণা করেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের দায়িত্ব শেষ হচ্ছে না। ১৭ নভেম্বর অবসর গ্রহণের আগে তাঁকে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিতে হবে। এই মামলাগুলির মধ্যে রয়েছে শবরীমালা সংক্রান্ত রায় খতিয়ে দেখার মামলা, রাফাল যুদ্ধবিমান চুক্তি খতিয়ে দেখা সংক্রান্ত মামলা, ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের জন্য রাহুল গাঁধীর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা, ২০১৭ সালের অর্থ আইন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দফতরকে তথ্যের অধিকারের আওতায় আনা সংক্রান্ত মামলা। এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে থাকাকালীন শেষ মাসে গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছিলেন দীপক মিশ্র, জে এস খেহর ও টি এস ঠাকুর। একই পথে হাঁটছেন বিচারপতি গগৈ। তিনি যদি আগামী কয়েকদিনের মধ্যে এই মামলাগুলির রায় দেন, তাহলে সেটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















