এক্সপ্লোর
Advertisement
রাজধানীতে গণধোলাই, শিশু চুরির গুজবে প্রহৃত এক অন্তঃসত্ত্বা
আহত মহিলার বাড়ি দক্ষিণ পূর্ব দিল্লির তুঘলকাবাদে, তিনি হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
নয়াদিল্লি: শিশু চোর সন্দেহে উত্তর পূর্ব দিল্লিতে এক অন্তঃসত্ত্বা মহিলাকে গণধোলাই দিল উন্মত্ত জনতা। মহিলা বোবা কালা, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
দিল্লির পাশের রাজ্য উত্তর প্রদেশে গত সপ্তাহে নানা গুজবের জেরে বেশ কয়েকজন গণধোলাইয়ের শিকার হয়েছেন। বাধ্য হয়ে রাজ্য পুলিশ ঘোষণা করেছে, গুজব রটনাকারীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে। কিন্তু এবার একই ঘটনা ঘটল উত্তর পূর্ব দিল্লির হর্ষ বিহারে। ২৭ অগাস্ট শিশু চোর সন্দেহে ৪ মাসের গর্ভবতী ওই মহিলাকে বেধড়ক মারধর করে কয়েকজন। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আহত মহিলার বাড়ি দক্ষিণ পূর্ব দিল্লির তুঘলকাবাদে, তিনি হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
অভিযুক্তদের নাম দীপক, বি শকুন্তলা ও ললিত কুমার। তাঁরা সকলে মান্ডোলির বাসিন্দা। মারধর ও জোর করে আটকে রাখার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আক্রান্তের পরিবারের অভিযোগ, তাঁর শ্বশুর শাশুড়ি ১৮ অগাস্ট তাঁদের ফরিদাবাদের বাড়ি থেকে তাঁকে বার করে দেন, তারপর রটিয়ে দেন, তিনি নিখোঁজ। পুলিশের বক্তব্য, কোনওভাবে মহিলা দিল্লির হর্ষ বিহারে পৌঁছন, সেখানেই ফুটপাথে থাকছিলেন। স্থানীয়রা খেতে দিতেন তাঁকে। কিন্তু ২৭ তারিখ শিশু চোর সন্দেহে তাঁরাই তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement